হায়দান জেলা হলো ইয়েমেনের সা'দাহ গভর্নরেটের একটি জেলা । ২০০৩ সালের হিসাবে এ জেলার জনসংখ্যা ৬০৩৩১ জন। [১]

হায়দান জেলা
জেলা
দেশ ইয়েমেন
গভর্নরেটসা'দাহ
জনসংখ্যা (২০০৩)
 • মোট৬০,৩৩১
সময় অঞ্চলইয়েমেন মান সময় (ইউটিসি+৩)

হায়দান আস-শাম ( আরবি: حيدان ) হল উত্তরে অবস্থিত এ জেলার বৃহত্তম শহর।েএটি প্রায় ২৪.০৭ মাইল (৩৮.৭৪ কিমি) ) পাহাড়ের মধ্যে অবস্থিত।এটি কাক সা'দাহ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বিস্তৃত। ফোর-হুইল-ড্রাইভ গাড়ির মাধ্যমে ওভারল্যান্ড ভ্রমণের মাধ্যমে যাওয়া যায় । উচ্চ ও বুন্দর ভূখণ্ডের কারণে সা'দাহ থেকে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এটিতে এক সময় এক বৃহৎ ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল ছিল যারা ইস্রায়েলের ভূমিতে বসতি স্থাপন করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Districts of Yemen"। Statoids। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১০