হাম (হিব্রু: חָם, আধুনিক: H̱am, টিবেরীয়: Ḥām; গ্রীক Χαμ, Kham; আরবি: حام, Ḥām) ছিলেন ইহুদি ধর্ম , খ্রিষ্টইসলাম অনুযায়ী নূহ (আ) এর পুত্র। তিনি মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া অন্যতম ব্যক্তি। বাইবেল এ নিশ্চিত করে বলতে পারে না যে মহা প্লাবন এর পর  সেম(Shem) এবং হাম(Ham) পৃথিবীর কোন প্রান্ত এ গিয়েছেলেন কিন্তু, কিছু ইতিহাস বেত্তাদের মতে সেম (Shem) এবং হাম (Ham) এর বংশধরেরা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পরেছিল । [১] প্রথম শতাব্দীর রোমানো-ইহুদী ইতিহাসবিদ ফ্ল্যাভিয়াস জোসেফাস জোর দিয়েছিলেন যে হামের বংশধরেরা এশিয়ার কিছু এলাকায় জনবহুল ছিল।

জেমস টিসোট কর্তৃক অঙ্কিত সাম, হাম ও ইয়াফেস, ১৯০৪ সাল

কবরস্থল সম্পাদনা

১৮৯১ সালে হাফিজ শামসুদ্দীন দাবি করেন যে তিনি স্বপ্ন দেখেন যে পাকিস্তানের ঘারিবওয়ালে হামের সমাধিস্থল আছে।[২] সমাধিটি ৭৮-ফুট দীর্ঘ (২৪ মিটার)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Land of Two Rivers, Nitish Sengupta
  2. "Tomb of Hazrat Ham Requires Attention of the Government"The 6 News। ১১ সেপ্টেম্বর ২০১৫। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।