হামিদ দলওয়াই

ভারতীয় সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং লেখক

হামিদ উমর দলওয়াই (২৯ সেপ্টেম্বর ১৯৩২ – ৩ মে ১৯৭৭) ছিলেন ভারতের মহারাষ্ট্রের একজন মারাঠি ভাষী সমাজ সংস্কারক, চিন্তাবিদ, কর্মী এবং লেখিকা।[২]

হামিদ দলওয়াই
জন্ম২৯ সেপ্টেম্বর ১৯৩২[১]
মৃত্যু৩ মে ১৯৭৭ (৪৪ বছর)
জাতীয়তাভারতীয়
পেশাসমাজ সংস্কারক, চিন্তাবিদ, আন্দোলনকারী, প্রাবন্ধিক, লেখক
দাম্পত্য সঙ্গীমেহরুনিসা দলওয়াই
সন্তানইলা কাম্বলি
রুবিনা চভান

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

তিনি কোঙ্কনের রত্নগিরি জেলার একটি মারাঠিভাষী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] তার গ্রাম মিরজোলি চিপলুনের নিকটে অবস্থিত।

ক্যারিয়ার সম্পাদনা

দলওয়াই যৌবনের শুরুর দিকে জয়প্রকাশ নারায়ণের ভারতীয় সমাজতান্ত্রিক পার্টিতে যোগদান করেছিলেন, কিন্তু মুসলিম সমাজে বিশেষ করে নারীর অধিকার সংক্রান্ত সামাজিক সংস্কারে নিজেকে নিয়োজিত করার জন্য এটি ছেড়ে দিয়েছিলেন। এমন এক সময়ে বসবাস করা সত্ত্বেও যখন অধিকাংশ মানুষ কট্টর ধর্মীয় এবং গোঁড়া ছিল, হামিদ দলওয়াই ছিলেন কয়েকজন ধর্মীয় ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে একজন। তিনি ধর্ম নির্দিষ্ট আইনের পরিবর্তে একটি অভিন্ন নাগরিক আইনের দিকে অগ্রসর হয়েছিলেন এবং ভারতে তিন তালাক বিলোপের জন্য লড়াই করেছিলেন।[৪]

তাঁর মতামত ও কাজের জন্য একটি মঞ্চ তৈরি করতে তিনি ১৯৭০ সালের ২২ মার্চ পুনেতে মুসলিম সত্যসোধক মণ্ডল (মুসলিম ট্রুথ সিকিং সোসাইটি) প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির মাধ্যমে হামিদ মুসলিম সম্প্রদায়ের বিশেষত মহিলাদের প্রতি খারাপ অভ্যাসের সংস্কারের জন্য কাজ করেছিলেন।[৫] তিনি অনেক নির্যাতনের শিকার হওয়া মুসলিম নারীদের ন্যায়বিচার পেতে সাহায্য করেছিলেন। তিনি তাদের মাতৃভাষা উর্দুর পরিবর্তে রাষ্ট্রীয় ভাষায় শিক্ষা অর্জনে মুসলমানদের উৎসাহিত করার জন্য প্রচারণা চালান। তিনি ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি গ্রহণযোগ্য অনুশীলন করার চেষ্টা করেছিলেন।

তিনি মুসলিম ধর্মনিরপেক্ষ সমাজও প্রতিষ্ঠা করেন। উন্নত সামাজিক চর্চার জন্য প্রচারণার জন্য তিনি অনেক জনসভা, সমাবেশ, সম্মেলন ও সম্মেলনের আয়োজন করেছিলেন। তিনি একজন মহান মারাঠি সাহিত্যিকও ছিলেন। তিনি ইন্ধন (জ্বালানী) লিখেছিলেন - একটি উপন্যাস, লাট (তরঙ্গ) - ছোট গল্পের সংকলন এবং ধর্মনিরপেক্ষ ভারতের মুসলিম রাজনীতি - একটি চিন্তাভাবনামূলক বই। তিনি তার লেখার মাধ্যমটি ব্যবহার করেছিলেন সমাজ সংস্কারের জন্য।[৬]

তাঁর সামাজিক কর্মকান্ডে একটি অভূতপূর্ব ঘটনা ছিল মুসলিম নারিদের অধিকার আদায়ের জন্য তিনি মন্ত্রালয়ে (দক্ষিণ মুম্বাইয়ে মহারাষ্ট্রের প্রশাসনিক সদর দফতর, ১৯৫৫ সালে নির্মিত) মিছিল সংগঠিত করা। হামিদ দলওয়াই বিপুল সমতা নিয়ে বিরোধীদের মোকাবেলা করেন এবং সাফল্যের ধীর গতিতে নিরুৎসাহিত না হয়ে সমাজ সংস্কারের দিকে কাজ করেন। এই বৈশিষ্ট্যের কারণেই মহান মারাঠি প্রতিভাধর পিএল ওরফে পুলা দেশপান্ডে তাঁকে একজন মহান সমাজ সংস্কারক হিসেবে বর্ণনা করেছিলেন এবং তাঁকে মহান ভারতীয় নেতা মহাত্মা জ্যোতিবা ফুলে এবং আম্বেদকরের মতো এক কাতারে রেখেছিলেন।

তিনি ১৯৭৭ সালের ৩ মে ৪৪ বছর বয়সে বৃক্ক বিকল হওয়ার ফলে মৃত্যুবরণ করেন।[৩]

সাহিত্যিক কাজ সম্পাদনা

দলওয়াই সাংবাদিক হিসেবে কাজ করতেন। তাঁর রচনার মধ্যে রয়েছে মারাঠি ভাষায় লাত (তরঙ্গ) ও ইন্ধন (লাকড়ি বা জ্বালানী), এবং ইংরেজিতে সেকুলার ভারতে মুসলিম রাজনীতি , মারাঠিতে ইসলামছে ভারতীয় চিত্র (ইসলামের ভারতীয় গল্প), মারাঠি ভাষায় রাষ্ট্রীয় একাত্মতা আনি ভারতীয় মুসলিম (জাতীয় ঐক্য ও ভারতীয় মুসলমান)। তিনি "১০ রূপায়াছি গোস্ত" নামে একটি ছোট গল্পও লিখেছেন যা পরবর্তীতে "ধানুরধরা" পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

পরিবার সম্পাদনা

দলওয়াইয়ের ভাই হোসেন দলওয়াই মহারাষ্ট্রের একজন কংগ্রেস নেতা। তিনি বর্তমানে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। তিনি মহারাষ্ট্রে কংগ্রেসের মুখপাত্র হিসাবেও কাজ করেছিলেন।

কাজ সম্পাদনা

  • ভারতে মুসলিম রাজনীতি। নচিকেতা পাবলিকেশন্স, 1969

জনপ্রিয় সংস্কৃতিতে সম্পাদনা

অভিনেত্রী জ্যোতি সুভাষ ২০১৭ সালে হামিদ দলওয়াই সম্পর্কে একটি তথ্যচিত্র নির্মান করেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Radheshyam Jadhav (১ জানুয়ারি ২০১৮)। "Hamid Dalwai: Man who started triple talaq movement died alone"Times of India। TNN। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  2. Guha, Ramachandra (২৩ মার্চ ২০০৪)। "Liberal India on the Defensive"The Times of India। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  3. Chitre, Dilip (৩ মে ২০০২)। "Remembering Hamid Dalwai, and an age of questioning"Indian Express 
  4. "Maharashtra: 51 years ago, Hamid Dalwai took out first march against triple talaq"। ২০১৭-০৪-১৭। 
  5. "Triple Talaq Verdict: 51 Years Ago, Hamid Dalwai Among Those Who Began the Fight for Rights of Muslim Women"Mumbai Mirror। ২২ আগস্ট ২০১৭। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮Pune Mirror-এর মাধ্যমে। 
  6. Abhiram Ghadyalpatil; Shreya Agarwal (২৪ আগস্ট ২০১৭)। "Hamid Dalwai, the man who led triple talaq stir in 1967"। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  7. Vinutha Mallya (১৯ নভেম্বর ২০১৭)। "Discovering 'Hamidness'"Pune Mirror। ১৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ – Times of India-এর মাধ্যমে।