হাইতিয় ফুটবল ফেডারেশন

হাইতির ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

হাইতিয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Haïtienne de Football, হাইতীয় ক্রেওল: Federasyon Foutbòl Ayisyen, ইংরেজি: Haitian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএইচএফ নামে পরিচিত) হচ্ছে হাইতির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৭ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর হাইতির রাজধানী পর্তোপ্রাঁসে অবস্থিত।

হাইতিয় ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯০৪; ১২০ বছর আগে (1904)[১]
সদর দপ্তরপর্তোপ্রাঁস, হাইতি
ফিফা অধিভুক্তি১৯৩৪[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[২]
সভাপতিহাইতি ইভেস জঁ-বার্ত
সহ-সভাপতি
  • হাইতি মারি আন্দ্রে
  • হাইতি বভোয়া এতিয়েন
  • হাইতি রসনিক গ্রঁত
  • হাইতি ভারিয়েনো সেঁত ফ্লোর
ওয়েবসাইটwww.fhfhaiti.com

এই সংস্থাটি হাইতির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে হাইতিয় লীগ, কুপ দ'হাইতির মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে হাইতিয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইভেস জঁ-বার্ত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কার্লো মার্সেলিন।

কর্মকর্তা সম্পাদনা

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ইভেস জঁ-বার্ত
সহ-সভাপতি মারি আন্দ্রে
বভোয়া এতিয়েন
রসনিক গ্রঁত
ভারিয়েনো সেঁত ফ্লোর
সাধারণ সম্পাদক কার্লো মার্সেলিন
কোষাধ্যক্ষ ফ্রানৎস কালিস্তে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক লুইস চার্লস
প্রযুক্তিগত পরিচালক উইলনার এতিয়েন
ফুটসাল সমন্বয়কারী ফ্রেদেরিক অপোঁত
জাতীয় দলের কোচ (পুরুষ)
জাতীয় দলের কোচ (নারী) ফিওরদা চার্লস
রেফারি সমন্বয়কারী রসনিক গ্রঁত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১। 

বহিঃসংযোগ সম্পাদনা