হর্নড পাফিন

পাখির প্রজাতি

হর্নড পাফিন হল একটি অক প্রজাতির সামুদ্রিক পাখি, এরা অনেকটা আটলান্টিক পাফিনের মতন দেখতে। এই পাফিনের বিল হয় নিচের দিকে হলুদ রঙের এবং ওপরের দিকে লাল রঙের। সমুদ্রে তারা সমুদ্রপ্রষ্ঠে সাঁতার কাটে এবন ছোটো ছোটো মাছ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। মাছ ধরবার জন্য তারা সমুদ্রের জলে ডাইভ মারে তাদের পাখনার সাহায্যে এবং তাদের পরিচালন সাধ্যতার জন্য তারা তাদের পাখনা ব্যবহার করে থাকে। এরা অন্যান্য পাফিন্দের সাথেই বাসা করে থাকে পাখি রাজ্যে

হর্নড পাফিন
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Charadriiformes
পরিবার: Alcidae
গণ: Fratercula
প্রজাতি: F. corniculata
দ্বিপদী নাম
Fratercula corniculata
(Naumann, JF, 1821)

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Fratercula corniculata"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
 
হর্নড পাফিন, হল দ্বীপ

বহিঃসংযোগ সম্পাদনা