হরেন্দ্র কিশোর সিংহ

বেত্তিয়া রাজ্যের শেষ শাসক

মহারাজা স্যার হরেন্দ্র কিশোর সিং ছিলেন বেত্তিয়া রাজ্যের শেষ শাসক। তিনি ১৮৫৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৮৩ সালে তার পিতা রাজেন্দ্র কিশোর সিং বাহাদুরের উত্তরসূরি হন। ১৮৮৪ সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর অগাস্টাস রিভারস থম্পসনের হাত থেকে ব্যক্তিগত স্বাতন্ত্র্য এবং খেলাতসনদ হিসেবে মহারাজা বাহাদুর উপাধি লাভ করেন। ১৮৮৯ সালের ১ মার্চ তাকে ভারতীয় সাম্রাজ্যের সবচেয়ে বিশিষ্ট আদেশের একজন নাইট কমান্ডার তৈরি করা হয়েছিল। ১৮৯১ সালের জানুয়ারি মাসে তিনি বাংলার আইন পরিষদের সদস্য নিযুক্ত হন।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়াও তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন।[১][স্পষ্টকরণ প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Full text of "Proceedings of the Asiatic Society of Bengal""Internet Archive। ২০২০-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০