হরিলাল উপাধ্যায়

ভারত, গুজরাটের লেখক

হরিলাল উপাধ্যায় (২২ জানুয়ারি ১৯১৬ - ১৫ জানুয়ারি ১৯৯৪) ছিলেন একজন গুজরাতি লেখক।

হরিলাল উপাধ্যায়
হরিলাল উপাধ্যায়
জন্ম২২ জানুয়ারি ১৯১৬
মৃত্যু১৫ জানুয়ারি ১৯৯৪(1994-01-15) (বয়স ৭৭)
জাতীয়তাIndian
অন্যান্য নামহরিভাই কবি, সন্যাসী
পেশালেখক, কবি, জ্যোতির্বিজ্ঞানী
পরিচিতির কারণরামকলি, গৌরী, অন্তর খোলে আঁখ, সহেলী, অন্ধকার ছায়া
ওয়েবসাইটhttp://www.harilalupadhyay.org

কাজ সম্পাদনা

অসংখ্য কবিতা, গল্প ও উপন্যাস লিখেছেন। তার রচিত কিছু সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে রামকলি, গৌরী, অন্তর খোলে আঁখ, সহেলী, অন্ধকার ছায়া প্রভৃতি। লেখালিখির পাশাপাশি তিনি জ্যোতিষচচ্রা করতেন।

অর্জন সম্পাদনা

তিনি জ্যোতির্বিজ্ঞান সংশোধন অ্যাওয়ার্ড, কানাইলাল মুন্সী অ্যাওয়ার্ড পেয়েছেন।

মৃত্যু সম্পাদনা

১৯৯৪ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি তিনি মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

টেমপ্লেট:Gujarati writers