হরনাথ রায় চৌধুরী

প্রাচীন জমিদার ও রাজা

রাজা হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দুবলহাটি জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন। বর্তমান রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুরসিলেট জেলায় তার সময়কার জমিদারী বিস্তৃত ছিল। দুবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন। ১৮৭৪ সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং ১৮৭৭ সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করে।[১]

রাজা হরনাথ রায় চৌধুরী
জন্ম
মৃত্যু১৮৯১
নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয়
পেশাজমিদার
পরিচিতির কারণদুবলহাটি জমিদার
সন্তানরাজা কিঙ্করীনাথ রায় চৌধুরী

অবদান সম্পাদনা

রাজা হরনাথ রায় চৌধুরী প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। কিন্তু শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। রাজশাহী অঞ্চলের শিক্ষাবিস্তারে তার অবদান অনেক। তিনি ১৮৬৪ সালে দুবলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং ১৮৭৩ সালে তদানীন্তন রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক ৫০০০ টাকা আয়ের সম্পত্তি দান করেন। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় এক লক্ষ টাকা। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালা খুলেছিলেন।[২]

মৃত্যু সম্পাদনা

রাজা হরনাথ রায় চৌধুরী ১৮৯১ মৃত্যুবরণ করেন।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোস্তাফিজুর রহমান, কাজী (জানুয়ারি ২০০৩)। "দুবলহাটি জমিদারি"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৬ 
  2. ঐতিহ্যে রাজশাহী কলেজ। রাজশাহী, বাংলাদেশ: রাজশাহী কলেজ। সেপ্টেম্বর ২০০১।