হজরতবাল মসজিদ, শ্রীনগর

হজরতবাল' (উর্দু, কাশ্মীরি: آستان عالیہ درگاہ حضرت بل) মুসলিমদের এই পবিত্র ধর্মীয় স্থান, স্থানটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের মধ্যে অবস্থিত। মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মস্থান "হজরতবাল" ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে অবস্থিত। মুসলিমদের ধারণা এখানে হজরত মহম্মদের "বাল" অর্থাৎ চুল সংরক্ষিত আছে। এই ধর্মস্থানটির নামকরণ করা হয়েছে উর্দু শব্দ "হজরত" থেকে যার অর্থ "শ্রদ্ধেয়" এবং হিন্দি শব্দ "বাল" এর অর্থ হল "চুল" ।

দরগা শারিফ হজরত বল
آستان عالیہ درگاہ حضرت بل
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাশ্রীনগর
অঞ্চলকাশ্মীর উপত্যকা
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানভারত
রাজ্যজম্মু ও কাশ্মীর
স্থানাঙ্ক৩৪°৭′৪৫″ উত্তর ৭৪°৫০′৩২″ পূর্ব / ৩৪.১২৯১৭° উত্তর ৭৪.৮৪২২২° পূর্ব / 34.12917; 74.84222
বিনির্দেশ
দৈর্ঘ্য১০৫ মিটার (৩৪৪ ফু)
প্রস্থ২৫ মিটার (৮২ ফু)
গম্বুজসমূহ
মিনার

তথ্যসূত্র সম্পাদনা