হংকং জাতীয় মহিলা ফুটবল দল

হংকং জাতীয় মহিলা ফুটবল দল ( ফিফা কর্তৃক হংকং, চীন হিসাবে স্বীকৃত) আন্তর্জাতিক মহিলা ফুটবলে হংকং-এর প্রতিনিধিত্ব করে এবং হংকং, চীনের ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়, হংকংয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

হংকং জাতীয় মহিলা ফুটবল দল
দলের লোগো
অ্যাসোসিয়েশনহংকং ফুটবল অ্যাসোসিয়েশন (এইচকেএফএ)
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনইএএফএফ (পূর্ব এশিয়া)
প্রধান কোচরিকার্ডো র ্যাম্বো
সর্বাধিক ম্যাচচেউং ওয়াই কি (৩০)
শীর্ষ গোলদাতাচেউং ওয়াই কি (১১)
ফিফা কোডHKG
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৭৯ হ্রাস ২ (১৫ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৫৮ (জুন-সেপ্টেম্বর ২০০৯)
সর্বনিম্ন৭৯ (মার্চ ২০২৩; ডিসেম্বর ২০২৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 হংকং ০–২ নিউজিল্যান্ড 
(হংকং; ২৫ আগস্ট ১৯৭৫)
বৃহত্তম জয়
 গুয়াম ০–১১ হংকং 
(ইয়োনা, গুয়াম; ১৯ জুলাই ২০১২)
বৃহত্তম পরাজয়
 উত্তর কোরিয়া ১৯–০ হংকং 
(পিয়ংইয়ং, উত্তর কোরিয়া; ১২ আগস্ট ২০০৭)
এশিয়ান কাপ
অংশগ্রহণ১৪ (১৯৭৫-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (১৯৮০)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা