স্পার্কেন (সুইডীয়: Sparken) হ্যামম্যাগাসিনেট এবং উমিয়া ডাউনটাউনের উমিয়া নদীর মাঝে একধরনের স্কেট পার্ক। পার্কটি টেগসব্রোন-এর ঠিক নিচেই অবস্থিত যা ই৪ এবং ই১২র ওপরে রয়েছে। পার্কটি প্রায় ১২০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এবং ২০ মিটার প্রস্থবিশিষ্ট।[১] পার্কের নাম (ইংরেজি: The kicker) একটি প্রতিযোগিতা থেকে এসেছে।[২] পার্কটির প্রধান বিষয়গুলো একটি রেফারেন্স দল এবং কানাডীয় ডিজাইন কোম্পানি নিউ লাইন স্কেটপার্ক্স আইএনসি এর শেষ ডিজাইন করে। পার্কটি সম্পূর্ণরূপে কনক্রিট দ্বারা গঠিত এবং এর সাথে রয়েছে তথাকথিত রেল এবং একটি পার্শ্ববর্তী বেড়া দ্বারা ঘেরাও করা। ২০০৯ সালে পার্কের কাজ শেষ হয় এবং তখন এর প্রথমাংশ উমিয়ার একটি বড় প্রধান অবকাঠামোগত প্রকল্প ছিল যা শহরের কেন্দ্রের বেশকিছু অংশ পুনর্গঠন করে। এই প্রকল্পের নাম ছিল "সেতুর মধ্যকার শহর" (Staden mellan broarna)। পার্কটি সুইডীয় আপার নরল্যান্ড স্থপতি সংগঠনের পুরস্কার লাভ করে (২০১২)।[৩]

স্পার্কেন
২০১৪ সালে মার্চে ধারণকৃত স্পার্কেন-এর ছবি।
মানচিত্র
ধরনশহুরে পার্ক
অবস্থানউমিয়া, সুইডেন

গ্যালারী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Vanliga frågor om Sparken" (Swedish ভাষায়)। Umea.se। ৭ অক্টোবর ২০১৩। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪ 
  2. "Sparken - Umeås nya skatepark" (Swedish ভাষায়)। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪ 
  3. "Skateparken "Sparken", Umeå" (Swedish ভাষায়)। Sveriges Arkitekter। ১৬ ডিসেম্বর ২০১২। ১৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪ 


বহিঃসংযোগ সম্পাদনা