স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন বাংলাদেশী সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।[১] প্রতিষ্ঠানটি বিমানের জ্বালানি, বিটুমিন, ডিজেল তেল, ফার্নেস অয়েল এবং এলপি গ্যাস বিক্রি করে।[২]

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত১৯৬৫
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরচট্টগ্রাম, বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
পরিচালক
মইনুদ্দিন আহমেদ
প্রধান অঙ্গ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
প্রধান প্রতিষ্ঠান
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
ওয়েবসাইটsaocl.gov.bd

ইতিহাস সম্পাদনা

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এশিয়াটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এসসোর যৌথ উদ্যোগ ফসল হিসেবে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [৩]

১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর, এসসো কোম্পানি বাংলাদেশ ছেড়ে গেলে তাদের শেয়ার বাংলাদেশ সরকার কিনে নেয়।[৩] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এসসো-এর শেয়ার দেওয়া হয়েছে, যা এখন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের 50 শতাংশের মালিক। [৩] [৪]

আগস্ট, ২০২২-এ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির কাছে কক্সবাজার বিমানবন্দরে এভিয়েশন ডিপো সরবরাহের চুক্তি হস্তান্তর করে।[৫] পুরো বাংলাদেশে শুধুমাত্র স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তেল কনডেনসেট সঞ্চয় করে। [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Report, Star Business (২০২১-১১-০৭)। "Fuel sales jumped just before price hike"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  2. "Company Profile"saocl.gov.bd। ২০২৩-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  3. "Background"saocl.gov.bd। ২০২২-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  4. Report, Star Business (২০২১-১১-০৬)। "BPC records up to 50% spike in oil sales just before hike of prices"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  5. "Padma Oil to supply jet fuel to Cox's Bazar airport"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০ 
  6. "Pvt refineries to get condensate on condition of clean energy"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০