সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

সোনাহার মল্লিকাদহ
ইউনিয়ন
৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাদেবীগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরহিমুল ইসলাম বুলবুল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
আয়তন
 • মোট২১ বর্গকিমি (৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৩,৬০২জন
 মুসলমান ৬৪%, হিন্দু ৩৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

এই ইউনিয়নের আয়তন ২১বর্গকিলোমিটার (৯৪১৫ একর)[১]

অবস্থান সম্পাদনা

উপজেলা হতে ১০ কিলোমিটার দক্ষীণে সোনাহার ইউনিয়ন।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই ইউনিয়নের অধীনে ৯টি ওয়ার্ড রয়েছে। এই এলাকায় গ্রামের সংখ্যা মোট ১০টি এবং মৌজার সংখ্যা ৭ টি ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

এই এলাকায় সর্বমোট ২৩৬০২জন বাস করে। এখানে মুসলমান ৬৪%, হিন্দু ৩৬%।

শিক্ষা সম্পাদনা

এই এলাকায় ১০টি প্রাথমিক বিদ্যালয়. ৬টি উচ্চ বিদ্যালয় ৭টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে[২] । এই ইউনিয়নের শিক্ষার হার শতকরা প্রায় ৫৯% ।

চিকিৎসা সম্পাদনা

এই ইউনিয়নে ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের আয়তন"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ 
  2. "এক নজরে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন"বাংলাদেশ জাতীঢ বাতায়ন [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা