সৈয়দ হায়াতুল্লাহ

কাজী সৈয়দ হায়াতুল্লাহ (মৃত্যু: ১১৩৫ হিজরি/১৭২২ খ্রিস্টাব্দ) ছিলেন একজন মুসলিম ফিকহ পন্ডিত, যিনি ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াত জেলার বাসিন্দা ছিলেন। তিনি সৈয়দ বংশের উত্তরসূরি।

কাজী সৈয়দ হায়াতুল্লাহ
জন্ম
মৃত্যু১৭২২
সাক্রাস
পরিচিতির কারণকাজী, পন্ডিত
সন্তানকাজী সৈয়দ মুহাম্মদ জামান এবং সৈয়দ মুহাম্মদ মুরিদ

জীবনী সম্পাদনা

কাজী সৈয়দ হায়াতুল্লাহ ছিলেন ইসলামি ফিকহ শাস্ত্রের একজন পন্ডিত ও শরিয়াহ বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াত জেলার সাক্রাসে বসবাস করতেন। তিনি একজন ভাল বক্তা ছিলেন। সৈয়দ হায়াতুল্লাহ আওরঙ্গবাদে দীর্ঘদিন বসবাস করেন। সেখানে থাকা অবস্থাতেই তিনি ছাত্রদের ফিকহ শিক্ষাদানে বিখ্যাত হয়ে ওঠেন। সাক্রাসে বিপুল সংখ্যক বই সংগ্রহ করে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। তিনি সাইদওয়াদি মহল্লায় নিজের জন্য একটি সুন্দর হাভেলিও প্রতিষ্ঠা করেছিলেন। [১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তার পূর্বপুরুষ সৈয়দ শামসুদ্দিন সানি (ওরফে সৈয়দ চাজ্জু জগত জাউত ইবনে মির ইমামুদ্দিন ইবনে সৈয়দ শামসুদ্দিন) সুলতান শামস-উদ-দিন ইতুতমিশ (১২১১ -- ১২৩৫) এর সময়কালে ভারতে আসেন।

তার পিতা কাজী সৈয়দ ইনায়েতউল্লাহ এবং সহধর্মিণী পিনানগোয়ান অঞ্চলে বাস করতেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সৈয়দ হায়াতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র সৈয়দ মুহাম্মদ জামানকে কাজী হিসেবে মনোনীত করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ḥayāt-i Karam Ḥusain"dx.doi.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০১