সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন

সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন[১] বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার একটি রেলওয়ে স্টেশন

সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানবগুড়া জেলা রাজশাহী বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনসান্তাহার-কাউনিয়া লাইন
প্ল্যাটফর্ম
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৯০০

অবস্থান সম্পাদনা

সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে অবস্থিত। এই স্টেশনটি সান্তাহার-কাউনিয়া লাইনের বগুড়া-বোনারপাড়া অংশে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

ব্রহ্মপুত্র-সুলতানপুর রেলওয়ে কোম্পানি ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি (তিস্তামুখ) পর্যন্ত ৯৪ কিলোমিটার দীর্ঘ (৫৮ মাইল) মিটারগেজ রেলপথ নির্মাণ করে । বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট পর্যন্ত আছে। ৪৪ কিলোমিটার দীর্ঘ (২৭ মাইল) বোনারপাড়া - কাউনিয়া লাইন ১৯০৫ সালে নির্মাণ করা হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দ আহমেদ কলেজের [২] শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা সম্পাদনা

সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করা ট্রেনগুলো হলো:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Syed Ahmed College/SADC Railway Station, 0 trains, info, departures and arrivals | Best-Route.Com-Find Train Routes"best-route.com। ২০২০-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  2. "বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ ৪৮ বছরেও জাতীয় করণ হয়নি"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১