সের্দার বের্দিমুহামেদু

তুর্কমেন রাজনীতিবিদ

সের্দার গুর্বাঙ্গুলিয়েভিচ বের্দিমুহামেদু (তুর্কমেনীয়: Serdar Gurbangulyýewiç Berdimuhamedow; জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৮১) হলেন তুর্কমেনিস্তানের তৃতীয় এবং বর্তমান রাষ্ট্রপতি, যিনি ১৯ মার্চ ২০২২ তারিখ থেকে দায়িত্ব পালন করছেন। বের্দিমুহামেদু এর আগে তাঁর পিতা গুর্বাঙ্গুলির সরকারের অধীনে আরও কয়েকটি পদে দায়িত্ব পালন করেছিলেন।

সের্দার বের্দিমুহামেদু
Serdar Berdimuhamedow
২০২২ সালে বের্দিমুহামেদু
তুর্কমেনিস্তানের ৩য় রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ মার্চ ২০২২
উপরাষ্ট্রপতিরাশিত মেরেদু
পূর্বসূরীগুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু
আহাল প্রদেশের গভর্নর
কাজের মেয়াদ
১৭ জুন ২০১৯ – ৭ ফেব্রুয়ারি ২০২০
পূর্বসূরীতাঙ্গাহুলি আতাখালিয়েভ
উত্তরসূরীপদশূন্য
তুর্কমেনিস্তান গণপরিষদের সদস্য
কাজের মেয়াদ
২৩ নভেম্বর ২০১৬ – ২ জানুয়ারি ২০১৯
সংসদীয় এলাকা২৫ তম জেলা
ব্যক্তিগত বিবরণ
জন্মসের্দার গুর্বাঙ্গুলিয়েভিচ বের্দিমুহামেদু
(1981-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৮১ (বয়স ৪২)
আশগাবাত, সোভিয়েত তুর্কমেনিস্তান, সোভিয়েত ইউনিয়ন
রাজনৈতিক দলটিডিপি
সন্তান
মাতাওগুলগেরেক বের্দিমুহামেদুয়া
পিতাগুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু
শিক্ষা
সামরিক পরিষেবা
আনুগত্য তুর্কমেনিস্তান
শাখা তুর্কমেন জাতীয় সেনাবাহিনী
কাজের মেয়াদ২০০১–২০০৩
পদআর্মি জেনারেল

২০২১ সালে, তিনি তুর্কমেনিস্তানের মন্ত্রিসভায় একাধিক উপসভাপতিদের একজন হয়েছিলেন। ২০২২ সালে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন, যেই নির্বাচনটি অবাধ বা সুষ্ঠু নয় বলে বিবেচিত হয়,[১] তিনি রাষ্ট্রপতি হিসাবে তাঁর পিতার ১৫ বছরের দীর্ঘ একচ্ছত্রবাদী রাষ্ট্রপতিত্বের স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "As Expected, Son Of Turkmen Leader Easily Wins Election In Familial Transfer Of Power"RadioFreeEurope/RadioLiberty (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫