সেরয়ানী নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি নাগর নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

সেরয়ানী নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থাননারায়ণ মৌজা বিল
মোহনা 
 • অবস্থান
সোলপুড়া
দৈর্ঘ্য৩০ কিলোমিটার
নিষ্কাশন 
 • অবস্থাননাগর নদী

গতিপথ সম্পাদনা

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার নারায়ণ মৌজার একটি বিল থেকে এই সেরয়ানী নদীর উৎপত্তি। উৎপন্ন হয়ে এটি দক্ষিণ দিকে সামান্য পূর্বমুখ বরাবর আমবাড়ি, হরিপুরভিটা, ঝাড়বাড়ি গ্রাম পঞ্চায়েতগুলি অতিক্রম করে সেরয়ানী সোলপুড়ায় নাগর নদীর সাথে মিশেছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার।[১]

তথ্যসূত্র সম্পাদনা