সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড

বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রক সংস্থা

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। দেশের সিকিউরিটি বিতরণ, স্থানান্তর এবং নিষ্পত্তিকে কম্পিউটারাইজড বুক এন্ট্রি পদ্ধতিতে সম্পাদন করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান হলেন শেখ কবির হোসেন[১]

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড
সিডিবিএল
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত২০ আগস্ট ২০০০; ২৩ বছর আগে (2000-08-20)
ধরনসরকারি
সদরদপ্তর৪৬, রোড নং - ২১, নীলকুঞ্জ-২, ঢাকা - ১২২৯
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
শেখ কবির হোসেন
প্রধান প্রতিষ্ঠান
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
অনুমোদনবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
ওয়েবসাইটcdbl.com.bd

ইতিহাস সম্পাদনা

শেয়ারবাজারের মনিটরিংয়ের জন্যই মূলত এ প্রতিষ্ঠানের সৃষ্টি। শেয়ারবাজারে বিনিয়োগকারীরা যখন লেনদেন করে, তখন শেয়ারের মালিকানা পরিবর্তিত হয়। লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে ইলেক্ট্রনিক সিস্টেমে শেয়ারের মালিকানা পরিবর্তন করার কাজটি করে থাকে। এই বুক এন্ট্রি কাজের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০ আগস্ট, ২০০০ সালে। প্রতিষ্ঠার পেছনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা ছিলো। ১৪ ফেব্রুয়ারি, ২০০৩ সাল থেকে সিডিবিএল ন্যাশনাল নাম্বারিং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ আইডেন্টিফিকেশন নাম্বার (আইএসআইএন) হিসেবে জার্মান-ভিত্তিক অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল নাম্বারিং এজেন্সিস (আন্না) এর বাংলাদেশের অংশীদার হিসাবে কাজ করছে। সিডিবিএল এশিয়া প্যাসিফিক সিএসডি গ্রুপ (এসিজি) এর সদস্য এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জ (এসএএফই) এর সহযোগী সদস্য। বর্তমানে সিডিবিএল কোম্পানী আইন, ১৯৯৪, [২]ডিপোজিটরি আইন, ১৯৯৯, [৩]ডিপোজিটরি বিধিমালা, ২০০০[৪] এবং ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩[৫] অনুযায়ী পরিচালিত হচ্ছে।[১]

পরিচালনা সম্পাদনা

প্রতিষ্ঠানটি ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। এছাড়াও একটি নির্বাহী কমিটি, একটি অডিট কমিটি এবং একটি ব্যবস্থাপনা কমিটি দৈনন্দিন কার্যক্রম পরিচলনায় নিয়োজিত রয়েছে।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড"cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কোম্পানী আইন, ১৯৯৪"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "ডিপোজিটরি আইন, ১৯৯৯"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "ডিপোজিটরি বিধিমালা, ২০০৩" (পিডিএফ)cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধাননালা, ২০০৩" (পিডিএফ)cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "পরিচালনা পর্ষদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড"cdbl.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা