সেনা দিবস (আর্মেনিয়া)

আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সৈন্যদের স্মরণ করার একটি দিন।

সেনা দিবস (আর্মেনিয়ান: Բանակի օր) ২৮ জানুয়ারি, আর্মেনিয়ায় একটি সরকারী ছুটির দিন হিসাবে প্রতি বছর পালিত হয়। এটি আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সৈন্যদের স্মরণ করে। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ঘোষণার কয়েক মাস পর আর্মেনিয়ার রাষ্ট্রপতি লেভন টের-পেট্রোসহানের আদেশের মাধ্যমে ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে আর্মেনিয়ার সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২][৩]

সেনা দিবস

উপর: আর্মেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্যদের পঁচদশতম বার্ষিকী উপলক্ষে একটি ২০০৭ সালের ডাকটিকিট।
নিচ:২০১৭ সালের এক অনুষ্ঠান
আনুষ্ঠানিক নামԲանակի օր
পালনকারীআর্মেনিয়া
ধরনজাতীয়
উদযাপনরাষ্ট্রীয় অনুষ্ঠান
তারিখ২৮ জানুয়ারী
সংঘটনবার্ষিক

উদ্‌যাপন সম্পাদনা

২০০১ সালে আর্মেনিয়া রাষ্ট্রপতি, রবার্ট কোচারানিয়ান, সেনা দিবসটিকে একটি সরকারি ছুটির দিন হিসেবে আইনে স্বাক্ষর করবার পর, প্রথমবারের মতো দিনটি উদ্‌যাপন করা হয়েছিল। সেনা দিবস একটি ছুটির দিন।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. AnydayGuide। "Army Day in Armenia / January 28, 2017"AnydayGuide (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১ 
  2. LLC, Helix Consulting। "Armenian Army Day marked"www.panorama.am (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮ 
  4. "День Армии в Армении"Calend.ru। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১০ 
  5. https://anca.org/25th-anniversary-of-armenian-armed-forces-ceremony-held-in-yerevan/