সূর্য মল্ল কান্তিপুরের দ্বিতীয় রাজা ছিলেন তিনি ১৫২০ থেকে ১৫৩০ সাল পর্যন্ত শাসন করেছিলেন। [১] ভাসাবমসাবলি এবং পদ্মগিরির বংশাবলি অনুসারে, তিনি শঙ্খু দখল করেন এবং তার রাজধানী করেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Siddika, Shamima (১৯৯৩)। Muslims of Nepal। Gazala Siddika। 
  2. Shrestha, Bal Gopal (২০১২)। The Sacred Town of Sankhu: The anthropology of Newar Ritual, Religion and Society in Nepal। Cambridge Scholars। পৃষ্ঠা 57। আইএসবিএন 9781443838252