সুসং হলো দূর্গাপুরের মাহমুদুল হাসান সোহাগ এর একটি শিল্পকর্ম। এটি (১৮ ফুট) উঁচু, (২৪ ফুট) ভূমি মোট (৪২ ফুট) এবং বাংলাদেশের দূর্গাপুরে অবস্থিত।[১][২]

সুসং
শিল্পীমাহমুদুল হাসান সোহাগ
সমাপ্তির তারিখ২০২০
উপাদানকংক্রিট কাস্টিং , পোড়ামাটির ফলক
অবস্থানসূসং-দূর্গাপুর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°০০′৪৮″ উত্তর ৯০°৩৮′৫১″ পূর্ব / ২৫.০১৩৩৪৪° উত্তর ৯০.৬৪৭৪৩৮° পূর্ব / 25.013344; 90.647438

ইতিহাস সম্পাদনা

ইতিহাস ও ঐতিহ্যের নৈসির্গীক লিলাভূমি সূসং-দূর্গাপুর উপজেলার বেশ খ্যাতি রয়েছে। চিনামাটির পাহাড়, রাজবাড়ী, মহাশোল মাছ, কালো সোনা (কয়লা), সাদা সোনা (বালি), মেঘালয়ের কূল ঘেষা গারো পাহাড়ের পাদদেশে সুমেশ্বরি নদীর বয়ে চলা, পালতোলা নৌকা, মাঝি, ফেরীঘাট, আকাশে সাদা মেঘের ভেলা, কাশ ফুলে বুনো হাঁসের লুকোচুরি খেলা, অতিথি পাখিদের কল-কাকলি মূখর প্রকৃতি ওপরিবেশ আরো আছে পাহাড়ি নৃ-গোষ্ঠি, আউল-বাউল, বংশি বাদক, জেলে-রাখাল, খেটে খাওয়া মানুষের জীবন চিএ। দূর্গাপুর-নেএকোনার সূর্য সন্তান জাতির গর্ব বাংলাদেশ কমিনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মেহনতি  মানুষের নেতা কমরেড মনিসিংহ, টংক ও কৃষকআন্দোলনের অন্যতম নেএী শহিদ হাজং মাতা রাশি মনির প্রতিকৃতি এবং টংক স্মৃতিসৌধ সমূহ, মহান স্বাধীনতা, যুদ্ধ-বিজয় ১৯৭১ এরস্মৃতি চিহ্ন সম্বলিত চিএগুলো পোড়ামাটির ফলকে নন মেগনেট মাধ্যমে আধুনিক ফর্মে তৈরি আধা-বিমূর্ত ময়ূরের লেজের উপরিভাগেখোদাই করা।[৩][৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দুর্গাপুরে প্রবেশ গেট নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন"Daily Bahadur (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪ 
  2. SomoyEkattor। "দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে উপজেলার প্রবেশ গেট নির্মানকাজ"সময় একাত্তর :: Somoy Ekattor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪ 
  3. "উপজেলা চেয়ারম্যানের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে প্রবেশদ্বার গেইট"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪ 
  4. "দুর্গাপুরে প্রবেশ গেট নির্মাণ কাজের উদ্বোধন"jjdin। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪ 
  5. "দুর্গাপুরে প্রবেশ গেট নির্মান কাজের উদ্বোধন – DNBNEWS24.COM" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪