সুরেশপ্রসাদ সর্বাধিকারী

লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সুরেশপ্রসাদ সর্বাধিকারী (১৩ এপ্রিল ১৮৬৬–১১ মার্চ ১৯২১) ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট সার্জন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় মেসোপটেমিয়া যুদ্ধে কাজ করার জন্য বেঙ্গল অ্যাম্বুলেন্স কর্পসকে সংগঠিত করেছিলেন এবং ডাঃ রাধাগোবিন্দ কর-এর সাথে কলকাতার কারমাইকেল (বর্তমানে আর. জি. কর হাসপাতাল) মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেছিলেন। তিনি ভারতে ওভারিওটমি-প্রসূতি অস্ত্রোপচারের পথপ্রদর্শক হিসাবে স্বীকৃত হন। প্রথম বিশ্বযুদ্ধে মেসোপটেমিয়ায় ভারতীয় সিপাহীদের চিকিৎসার জন্য বেঙ্গল অ্যাম্বুলেন্স কর্প-এর প্রতি তাঁর নেতৃত্ব একটি যুগান্তকারী ঘটনা। তিনি সমসাময়িক পাশ্চাত্য চিকিৎসকদের মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। রাজা পঞ্চম জর্জ তাঁকে তাঁর ব্যতিক্রমী কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতীয় মেডিকেল সার্ভিসের 'লেফটেন্যান্ট কর্নেল' উপাধিতে ভূষিত করেন।[১][২]

সুরেশপ্রসাদ সর্বাধিকারী
জন্ম(১৮৬৬-০৪-১৩)১৩ এপ্রিল ১৮৬৬
মৃত্যু১১ মার্চ ১৯২১(1921-03-11) (বয়স ৫৪)
পেশাচিকিৎসক
পিতা-মাতাসূর্যকুমার সর্বাধিকারী (পিতা)

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৮২৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. সুরেশপ্রসাদ সর্বাধিকারী (ইংরেজিতে), Hemotpaul Chaudhuri[১]