সুরু উপত্যকা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে সিন্ধু নদের উপনদী সুরু নদী দ্বারা সৃষ্ট উপত্যকা। এই উপত্যকার প্রধান শহর কার্গিল

রাংদুমের নিকটে উর্দ্ধ সুরু উপত্যকা

অধিবাসী সম্পাদনা

সুরু উপত্যকায় ২৫,০০০ দর্দ ও তিব্বতীদের বসবাস। কার্গিল ও নিম্ন সুরু উপত্যকায় বেশিরভাগ অধিবাসী ষোড়শ শতাব্দীতে রাজা থি নামগ্যালের আদেশে তিব্বতী বৌদ্ধধর্ম থেকে ধর্মান্তরিত শিয়া ইসলাম ধর্মাবলম্বীদের বংশধর। পার্কাচিকের পরে রাংদুম বাদ দিলে বেশিরভাগ স্থান জনশূন্য। অষ্টাদশ শতাব্দীতে তৈরী রাংদুম বৌদ্ধবিহার এই অঞ্চলের বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান আরাধনাস্থল।

ভূগোল সম্পাদনা

রাংদুম এলাকার চারপাশের এলাকা শুষ্ক ও অনুর্বর হলেও ৩,০০০ মিটার উচ্চতার নিচে অবস্থিত নিম্ন সুরু উপত্যকা লাদাখের অন্যতম কৃষিপ্রধান এলাকা। নিম্ন সুরু উপত্যকায় উইলো ও পপলার বৃক্ষের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। সুরু উপত্যকার বিভিন্ন স্থান থেকে নুন কুন পর্বতদ্বয় সুস্পষ্টরূপে দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা