সুধাংশু শীল

ভারতীয় রাজনীতিবিদ

সুধাংশু শীল (জন্ম ২৭ মার্চ ১৯৪৫) ভারতের ১৪তম লোকসভার সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) রাজনৈতিক দলের সদস্য।

সুধাংশু শীল
Member of Parliament, 14th Lok Sabha
কাজের মেয়াদ
2004-2009
পূর্বসূরীSudip Bandyopadhyay
উত্তরসূরীConstituency abolished
সংসদীয় এলাকাCalcutta North West
MLA
কাজের মেয়াদ
2001-2004
পূর্বসূরীSanjoy Bakshi
উত্তরসূরীParimal Biswas
সংসদীয় এলাকাJorabagan
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1945-03-27) ২৭ মার্চ ১৯৪৫ (বয়স ৭৯)
Kolkata, West Bengal
রাজনৈতিক দলCPI(M)
দাম্পত্য সঙ্গীShibani Seal
সন্তান1 son and 1 daughter
বাসস্থানKolkata
17 September, 2006 অনুযায়ী
উৎস: [১]

বর্তমানে তিনি ১নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২০. ২০১০ সালের কেএমসি নির্বাচনে তিনি বামফ্রন্টের মেয়র প্রার্থী হিসাবে নির্বাচিত হন। বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর সিপিআই(এম) নেতৃত্ব[স্পষ্টকরণ প্রয়োজন] তাকে বিরোধী দলের নেতার পদে অস্বীকৃতি জানান এবং প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক ও কাউন্সিলর রূপা বাগচী বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব নেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

বহিঃসংযোগ সম্পাদনা

চিত্র:Cpmmural5.jpg
2004 সালের নির্বাচনী ম্যুরাল সুধাংশু সিল