সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল

বাংলাদেশের প্রথম আধুনিক বাস টার্মিনাল

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল (কদমতলী বাস টার্মিনাল নামেও পরিচিত) হচ্ছে সিলেট নগরীর কদমতলি এলাকায় পুরোনো টার্মিনাল এলাকাতে আট একর জায়গা নিয়ে নির্মিত আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি টার্মিনাল।[১] ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে।[২] কেন্দ্রীয় টার্মিনাল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্থাপন করেছে টার্মিনালটি। যেখান থেকে প্রতিদিন ছেড়ে যায় ৫শ’র মতো দূর পাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে চলাচল এর দ্বিগুণ বাস।[৩] ২০১৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়।[৪] বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি।[৫] সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।[৬]

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল
টার্মিনালের সামনের দিক
অন্যান্য নামকদমতলি বাস টার্মিনাল
অবস্থানদক্ষিণ সুরমা, সিলেট জেলা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°৫২′৫৫″ উত্তর ৯১°৫২′১৭″ পূর্ব / ২৪.৮৮১৯৪° উত্তর ৯১.৮৭১৩৯° পূর্ব / 24.88194; 91.87139
অবস্থান
মানচিত্র

অবকাঠামো সম্পাদনা

টার্মিনালটির পুরো নির্মাণকাজ তিনটি অংশে ভাগ করা হয়েছে। যার মধ্যে পার্ট-১ বহির্গমন ভবনের দৈর্ঘ্য ৩৫০ ফুট, পার্ট-২ অংশ অ্যারাইভাল বিল্ডিং প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের, এবং টার্মিনালের পেছনের দিকে পার্ট-৩ অংশে নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার। যেখানে মালিক ও চালক সমিতির জন্য থাকবে ২৪ বেডের বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস, লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং ও অনুষ্ঠানের জন্য বিশাল মাল্টিপারপাস মিলনায়তন।[৭]

সুবিধা সম্পাদনা

টার্মিনালটিতে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা, যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ রয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দৃষ্টিনন্দন আধুনিক বাস টার্মিনাল সিলেটে"সময় টিভি। ২৪ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  2. "আসাম-আদলের বাড়ি ও আমজাদের ঘড়ির মিশেলে সিলেটের বাস টার্মিনাল তৈরি"। ২০২৩-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 
  3. "সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের ভোগান্তি"। somoynews। ৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২ 
  4. "সিলেটে সড়ক যেন বাস টার্মিনাল"। কালের কণ্ঠ। ৩ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  5. "বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল চালু হবে জুনে"। dhakatribune। মে ৯, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  6. "সিলেটে হচ্ছে আধুনিক বাস টার্মিনাল"। চ্যানেল আই। মে ১০, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২ 
  7. "দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে হচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল"। বণিক বার্তা। মে ১৬, ২০২২। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২২