সিবিসি নিউজ

কানাডার সংবাদ সংস্থা

সিবিসি নিউজ হল কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি বিভাগ। এটি সিবিসি টেলিভিশন, সিবিসি রেডিও, সিবিসি নিউজ নেটওয়ার্ক এবং সিবিসি.সিএ পরিষেবাসমূহের জন্য সংবাদ সংগ্রহ ও সংবাদ সম্পর্কিত অনুষ্ঠান নির্মাণ করে থাকে। এটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। সিবিসি নিউজ কানাডার বৃহত্তম সংবাদ সম্প্রচারকারী।

সিবিসি নিউজ
ধরনসংবাদ সংস্থা
শিল্পসংবাদ মাধ্যম
প্রতিষ্ঠাকাল৯ ডিসেম্বর ১৯৭১; ৫২ বছর আগে (1971-12-09)
প্রতিষ্ঠাতাকানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরঅটোয়া, অন্টারিও, কানাডা
পরিষেবাসমূহরেডিও এবং টেলিভিশন সম্প্রচার
মালিককানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন
ওয়েবসাইটcbc.ca/news

ইতিহাস সম্পাদনা

সিবিসিতে প্রথম সংবাদ প্রচারিত হয় ১৯৩৬ সালে,একটি রেডিও প্রতিবেদনের মধ্য দিয়ে। সিবিসির সংবাদ সম্প্রচার বিভাগ সিবিসি নিউজ ১৯৪১ সালের ১ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় চালু হয়।

বিভাগ সমূহ সম্পাদনা

টেলিভিশন সম্পাদনা

সিবিসি নিউজ নেটওয়ার্ক সম্পাদনা

সিবিসি নিউজ নেটওয়ার্ক (পূর্বে সিবিসি নিউজওয়ার্ল্ড নামে পরিচিত ছিল) হল সিবিসি পরিচালিত একটি ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল।[১] এটি ১৯৮৯ সালের ৩১ জুলাই সম্প্রচার শুরু করে।[২]

রেডিও সম্পাদনা

সিবিসি রেডিও সম্পাদনা

সিবিসি রেডিও হলো সিবিসির রেডিও সংবাদ বিভাগ। এটি ঘন্টাব্যাপী সংবাদ অনুষ্ঠান সম্প্রচার করে।

অনলাইন সম্পাদনা

সিবিসি নিউজ অনলাইন সম্পাদনা

সিবিসি নিউজ অনলাইন হলো সিবিসির ওয়েবসাইট,যা আঞ্চলিক,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ সরবরাহ করে। এটি ১৯৯৬ সালে চালু হয়। ২০১২ সালে এটি কানাডার সবচেয়ে জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট হিসেবে পরিচিতি পায়।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "CBC News Network - CBC Media Centre" 
  2. "Vinessa Antoine to star in CBC-TV legal-aid drama 'Diggstown'"National Post (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  3. "CBC/Radio-Canada | About us | Our services"web.archive.org। ২০১২-০২-০৫। Archived from the original on ২০১২-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 

বহিঃসংযোগ সম্পাদনা