সিনান দূর্গ, সেনাম দূর্গ বা কালআত সিনান (তিউনিসিয়ান আরবি : قلعة سنان) কেফ গভর্নরেটের পশ্চিম তিউনিসিয়ার একটি শহর। এটি কালাত সেনান প্রতিনিধি দলের প্রশাসনিক কেন্দ্র এবং এর ১৫,৬২১ জন বাসিন্দা আছে (২০১৪-এর হিসাব অনুযায়ী আদমশুমারি)।[১] শহরটি এলাকার কৃষির জন্য একটি বাজার শহর, যেখানে গম এবং ওট জন্মে এবং গবাদি পশু ও ভেড়া চরানো হয়।

সিনান দূর্গ
কমিউন ও শহর
দেশ তিউনিসিয়া
গভর্নোরেটকেফ গভর্নোরেট
সরকার
 • মেয়রহানা আমরি(নিদা টাউনস)

ইয়ুগুরতা অধিত্যকা এর উপর নির্মিত নিকটবর্তী দুর্গের (কালাত) নামানুসারে কালাতুস সিনান বা সেনাম নামকরণ করা হয়েছে।

মন্তব্য সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা