সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

চিনি পরিশোধন কল

সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[২] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান;[৩] স্থানীয় বাজারে এই কোম্পানির পণ্যটি তীর চিনি (Teer Sugar) নামে প্রচলিত।[১]

সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
City Sugar Industries Limited
স্থানীয় নাম
সিটি সুগার মিলস
ধরনবেসরকারি
শিল্পচিনি শিল্প
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
মোঃ ফজলুর রহমান, চেয়ারম্যান[১]
পণ্যসমূহচিনি
মালিকসিটি গ্রুপ
ওয়েবসাইটwww.teersugar.com.bd

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপসী এলাকায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[১]

ইতিহাস সম্পাদনা

২০১১ সালে এশীয়ার সর্ববৃহত্ এই চিনি-পরিশোধন কারখানাটি স্থাপিত হয়।[১][৪]

অবকাঠামো সম্পাদনা

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি পরিশোধন কারখানা, বর্জ্য পরিশোধনাগার, অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা সম্পাদনা

এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ৫,০০০ মে. টন এবং বার্ষিক ১৫ লক্ষ মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম;[৫] যা কেবল এদেশেই নয়, পুরো এশীয়ায়ও সর্ব্বোচ্চ।[১]

উৎপাদিত পণ্য সম্পাদনা

সিটি সুগার ইন্ডাস্ট্রিজ বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে এবং স্থানীয় চাহিদার ৩৫ শতাংশ এককভাবে পূর্ণ করে।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিশ্বের বৃহত্তম সুগার রিফাইনারি পস্ন্যান্ট এখন বাংলাদেশে"দৈনিক জনকন্ঠ, ৩ অক্টোবর ২০১১। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ২১ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলে লোকসান ৫২৮ কোটি ২৭ লাখ টাকা"দৈনিক নয়া দিগন্ত, ১৯ সেপ্টেম্বর ২০১৪। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ১৮ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ১৭ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "City Group opens sugar plant"The Daily Star, 4 October 2011। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ২১ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "চিনি রপ্তানির তোড়জোড়"দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ : ২১ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "রমজানে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা"দৈনিক আলোকিত বাংলাদেশ, ০২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ : ২১ জুলাই ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহি:সংযোগ সম্পাদনা