শায়েখ সালেহ বিন মোহাম্মদ আল তালিব[১] (জন্ম ২৩ জানুয়ারী ১৯৭৪), হলেন একজন সৌদি পণ্ডিত, ইমাম, খতিব এবং বিচারক। তিনি মিশ্র জনসমাবেশকে নিরুৎসাহিত করার জন্য ২০১৮ সালের আগষ্ট মাস থেকে কারারুদ্ধ হয়ে আছেন।[২] গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই তার ইংরেজি ও আরবি টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়।[৩]

সালেহ আল-তালিব
জন্ম (1974-01-23) ২৩ জানুয়ারি ১৯৭৪ (বয়স ৫০)
জাতীয়তাসৌদি আরবীয়
পেশাপন্ডিত, ইমাম, খতিব, বিচারক
পরিচিতির কারণমিশ্র জনসমাগমকে নিরুৎসাহিত করার জন্য কারারুদ্ধ হয়ে আছেন

শেখ আল-তালিব আল-মসজিদ আল-হারামের ইমামখতিব ছিলেন এবং মক্কার জেলা আদালতে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।[২]

২০১৮ সালের মার্চ মাসে, শেখ তালিব পাকিস্তান সফর করেন যেখানে তিনি তৎকালীন রাষ্ট্রপতি মামনুন হুসেন[৪] এবং সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মতো কর্মকর্তাদের সাথে দেখা করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dawn (২০১৮-০৮-২৪)। "Saudi Arabia silent on reports of Makkah Imam being detained"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩ 
  2. "Saudi 'detains' Mecca imam who 'challenged mixed gatherings'" 
  3. "شاهد: ماذا قال إمام وخطيب المسجد الحرام حتى اعتقل؟"। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  4. "صدر مملکت سے امام مسجد الحرام شیخ صالح بن محمد الطالب کی ملاقات"। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  5. "امام کعبہ ڈاکٹر صالح بن محمد الطالب کا جی ایچ کیوکا دورہ،آرمی چیف سے ملاقات"। ১২ মার্চ ২০১৮।