সালাম সালাম হাজার সালাম

দেশাত্মবোধক বাংলা গান

সালাম সালাম হাজার সালাম ফজল-এ-খোদা রচিত[১][২] এবং আব্দুল জব্বার কর্তৃক সুরারোপিত[৩] একটি জনপ্রিয় দেশাত্ববোধক গান। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই গান রচিত হয়।

"সালাম সালাম হাজার সালাম"
আব্দুল জব্বার কর্তৃক একক
ভাষাবাংলা
প্রকাশিত১৯৭১
রেকর্ডকৃত১৯৭১
ধারাদেশাত্ববোধক
গান লেখকফজল-এ-খোদা
সুরকারআব্দুল জব্বার

১৯৭১ সালের ১৪ মার্চ গানটি প্রথম বেতারে প্রচার করা হয়।[৪] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আব্দুল জব্বারের কণ্ঠে গানটি ব্যপকভাবে প্রচারিত হয়।[৫] ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ১২তম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল।[৬]

প্রেক্ষাপট সম্পাদনা

এই গানের সালাম সালাম হাজার সালাম লাইনে বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভাষা আন্দোলনের অন্যতম একজন শহীদের নাম আবদুস সালাম।

কর্মীবৃন্দ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাজ্জাদ আরেফিন (২১ ফেব্রুয়ারি ২০১৪)। "একুশের গান"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫ 
  2. ফজল-এ-খোদা। "সালাম সালাম হাজার সালাম"রকমারি.কম। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫ 
  3. রওশন আরা বিউটি (১৫ নভেম্বর ২০১২)। "কালজয়ী গানের স্রষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার"দৈনিক আজাদী। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫ 
  4. "আবদুল জব্বারের জনপ্রিয় তিন গানের গল্প"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০২ 
  5. "বাংলা বলা যাবে না, তাই পাকিস্তান এয়ারফোর্স ছেড়েছিলাম: ফজল-এ-খোদা"। risingbd.com। জুলাই ২৯, ২০১৪। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি আজও শ্রোতাদের উদ্দীপ্ত করে। 
  6. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"বিবিসি। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫