সালথা সরকারি কলেজ

ফরিদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

সালথা সরকারি কলেজ ফরিদপুর জেলার সালথা উপজেলার একটি সরকারি কলেজ[২][৩] কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে সরকারিকরণ হয়।[৪]

সালথা সরকারি কলেজ
প্রাক্তন নাম
সালথা কলেজ
ধরনসরকারি
স্থাপিত২০০৪; ২০ বছর আগে (2004)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষকৃষ্ণ চন্দ্র বর্মন[১]
অবস্থান,
২৩°২৫′৪৪″ উত্তর ৮৯°৪৬′৫৮″ পূর্ব / ২৩.৪২৮৮৮২২° উত্তর ৮৯.৭৮২৮৭৭৯° পূর্ব / 23.4288822; 89.7828779
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র

বিভাগসমূহ সম্পাদনা

সালথা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি বিষয়, ০৪ ধরনের ডিগ্রি কোর্স এবং ০৯টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।[৫]

ডিগ্রি নং বিষয়
উচ্চ মাধ্যমিক ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ ব্যবসায় শিক্ষা
পাস ০৪ বি.এ
০৫ বি.এস.এস
০৬ বি.এস.সি
০৭ বি.বি.এস
অনার্স ০৮ বাংলা
০৯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১০ সমাজ বিজ্ঞান
১১ রাষ্ট্র বিজ্ঞান
১২ অর্থনীতি
১৩ হিসাববিজ্ঞান
১৪ ব্যবস্থাপনা
১৫ ভূগোল এবং পরিবেশ
১৬ গণিত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অধ্যক্ষের বাণী"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সালথা সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  2. "সংক্ষিপ্ত ইতিহাস"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সালথা সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  3. "ব্যানার সমূহ-সালথা সরকারি কলেজ"জাতীয় তথ্য বাতায়ন-সালথা উপজেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮ 
  4. আবু নাসের হুসাইন (২০১৮-০৯-১৩)। "সরকারিকরণ হলো সালথা কলেজ"বিডি মর্নিং। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৮ 
  5. "সালথা সরকারি কলেজের বিভাগ সমূহ"অনার্চ এডমিশন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৮