সারায় গার্সিয়া

স্প্যানিশ ফুটবলার

সারায় গার্সিয়া গার্সিয়া হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি মাদ্রিদ সিএফএফের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি এরপূর্বে ১৯৯৭–২০১০ পর্যন্ত এডি তোরেয়োন-এ খেলেছেন; তিনি উক্ত ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।[৩]

সারায় গার্সিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সারায় গার্সিয়া গার্সিয়া
জন্ম (1984-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মাদ্রিদ সিএফএফ
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৭–২০১০ এডি তোরেয়োন
২০১০–২০১৬ রায়ো ভায়েকানো
২০১৬– মাদ্রিদ সিএফএফ
জাতীয় দল
২০০৫–২০০৮ স্পেন ১২ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তিনি ২০০৭ ফিফা নারী বিশ্বকাপ এবং ২০০৯ উয়েফা নারী ইউরোয় স্পেন জাতীয় দলের একজন সদস্য ছিলেন।[৪][৫]

সম্মাননা সম্পাদনা

ক্লাব সম্পাদনা

রায়ো ভায়েকানো
মাদ্রিদ সিএফএফ

তথ্যসূত্র সম্পাদনা