সামিট ব্যাংক (পাকিস্তান)

পাকিস্তানের ব্যাংকিং কর্পোরেশন

সামিট ব্যাংক (উর্দু: سمِٹ بینک‎‎) হলো একটি পাকিস্তানি বাণিজ্যিক ব্যাংক। এটি মরিশাসভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সুরুর ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি অঙ্গসংগঠন। ব্যাংকটির সদর দপ্তর পাকিস্তানের করাচিতে অবস্থিত।[১] দেশব্যাপী ব্যাংকের ১৯৩টি শাখা রয়েছে।[২][৩]

সামিট ব্যাংক লিমিটেড
প্রাক্তন নামআরিফ হাবিব ব্যাংক
ধরনবেসরকারি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল২০০৬; ১৮ বছর আগে (2006)
সদরদপ্তরকরাচি,
অবস্থানের সংখ্যা
১৯৩
প্রধান ব্যক্তি
ওয়াসিম মেহদি (চেয়ারম্যান)
পণ্যসমূহ
  • ব্যাংক ঋণ (লোন)
  • ডেবিট কার্ড
  • সঞ্চয়ী হিসাব
মাতৃ-প্রতিষ্ঠানসুরুর ইনভেস্টমেন্ট লিমিটেড
ওয়েবসাইটsummitbank.com.pk

ইতিহাস সম্পাদনা

২০০৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান স্টেট ব্যাংক কর্তৃক ঘোষিত পাকিস্তানে রূপালী ব্যাংকের কার্যক্রম একীভূতকরণ পরিকল্পনায় আরিফ হাবিব সিকিউরিটিজ লিমিটেড সেই প্রতিষ্ঠানের সত্ত্ব লাভ করে।[৪]

২০১০ খ্রিষ্টাব্দে সুরুর ইনভেস্টমেন্ট লিমিটেড আরিফ হাবিব ব্যাংকের ৫৯.৪১% শেয়ারের মালিকানা লাভ করে। এটি মরিশাসভিত্তিক একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।[১] পরবর্তীতে ২০১০ খ্রিষ্টাব্দেই আরিফ হাবিব ব্যাংক লিমিটেডের নাম বদলে সামিট ব্যাংক লিমিটেড রাখা হয়।[২]

এছাড়াও সুরুর ইনভেস্টমেন্ট লিমিটেড অ্যাটলাস ব্যাংক লিমিটেড এবং মাইব্যাংক লিমিটেডের অধিকাংশ শেয়ার কিনে নেয়।[৫] এই ব্যাংকগুলো পরবর্তীতে সামিট ব্যাংকের অধীনে আসে।[৬] ফলে ব্যাংকের শাখা ১৯৩টিরও বেশি বৃদ্ধি পায়।

অধিকাংশ শেয়ারধারণ সম্পাদনা

পাকিস্তান স্টেট ব্যাংক কর্তৃক ধার্য ন্যূনতম মূলধন চাহিদা এবং মূলধন লভ্যতা অনুপাত রক্ষা সাপেক্ষে দুবাইয়ের ব্যবসায়ী নাসের আবদুল্লাহ হুসেইন লুতাহ ব্যাংকের অধিকাংশ শেয়ার (অন্তত ৫১ শতাংশ) কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।[৭][৮]

ইসলামি ব্যাংকে রূপান্তর সম্পাদনা

সামিট ব্যাংক লিমিটেড বাণিজ্যিক ব্যাংক থেকে ইসলামি ব্যাংকিংয়ে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে ব্যাংকের ১৯৩টি শাখার ৪৮টিতেই ইসলামি ব্যাংকিং সুবিধা চালু রয়েছে।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Suroor Investment acquires AHBL"Dawn। ২ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  2. Company Overview of Summit Bank Limited on Bloomberg.com website, Retrieved 14 October 2017
  3. Summit Bank issues 700.6 million shares for Rupees 7 billion, Business Recorder (newspaper), Published 18 February 216, Retrieved 14 October 2017
  4. "Suroor's acquisitions: Three commercial banks and now a microfinance bank"The Express Tribune। ৮ ফেব্রুয়ারি ২০১১। 
  5. "Atlas Bank enters into sale deal with Mauritius firm"Dawn। ২৪ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  6. "MyBank, Summit Bank: Shareholders approve merger"The Express Tribune। ২৫ জানুয়ারি ২০১১। 
  7. Malik, BR Web Desk | Ahmed (২০২০-০৩-৩১)। "Summit Bank Limited: Lootah wants to acquire majority shareholding"Brecorder (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  8. "Summit Bank's acquisition approved"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 
  9. "About us | Summit Bank" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা