সাতটি তারার তিমির কবি জীবনানন্দ দাশের লেখা পঞ্চম কাব্যগ্রন্থ। ১৯৪৮ খ্রিষ্টাব্দে (১৩৫৫ বঙ্গাব্দ) কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই এই কাব্যগ্রন্থের বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে।

সাতটি তারার তিমির
সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের প্রচ্ছদ
লেখকজীবনানন্দ দাশ
মূল শিরোনামসাতটি তারার তিমির
দেশভারত
ভাষাবাংলা
ধরনআধুনিক বাংলা কবিতা
প্রকাশকগুপ্ত রহমান এ্যান্ড গুপ্ত
প্রকাশনার তারিখ
১৯৪৮
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা৮৬ (প্রথম প্রকাশ)
পূর্ববর্তী বইমহাপৃথিবী (১৯৪৪) 
পরবর্তী বইবনলতা সেন (১৯৫২) 

প্রকাশনা তথ্যাদি সম্পাদনা

সাতটি তারার তিমির ১৯৪৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। গুপ্ত রহমান এ্যান্ড গুপ্ত প্রকাশনী থেকে প্রকাশক আতাউর রহমান এটি প্রকাশ করেন। প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায়। প্রথম প্রকাশের সময় বইটির দাম রাখা হয় আড়াই টাকা। বইটি উৎসর্গ করা হয় হুমায়ুন কবিরকে।[১]

কবিতাসূচী সম্পাদনা

এই কাব্যগ্রন্থে মোট চল্লিশটি(৪০) কবিতা অন্তর্ভুক্ত আছে। কবিতাগুলোর শিরোনাম হলোঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাতটি তারার তিমির, আর্টস ই-বুক, http://arts.bdnews24.com/?p=3827 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১২ তারিখে