সাজিলা লেঘারি একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও নারী চিকিৎসক। তিনি ২০০৬, ২০০৮, ও ২০১৩ সালের নির্বাচনে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

সাজিলা লেঘারি
সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
জুন ২০১৩ – ২৮ মে ২০১৮
সংসদীয় এলাকাসংরক্ষিত নারী আসন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-03-29) ২৯ মার্চ ১৯৫৪ (বয়স ৭০)
দাদু
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান পিপলস পার্টি

তিনি ১৯৬৪ সালের ২৯ মার্চ দাদুতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লিয়াকত মেডিকেল ও হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি ডিগ্রি অর্জন করেছেন।[১]

তিনি ২০০৬ সালের সেপ্টেম্বরে নির্বাচনী এলাকা পিএস-৭৫ (দাদু-৫) থেকে পাকিস্তান মুসলিম লীগের (কিউ) (পিএমএল-কিউ) প্রার্থী হিসাবে সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পিএমএল-কিউয়ের প্রার্থী হিসাবে তিনি সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য পুনর্নির্বাচিত হন।

২০১৩ পাকিস্তানের সাধারণ নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হয়ে সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য আবারও র্নির্বাচিত হন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Welcome to the Website of Provincial Assembly of Sindh"www.pas.gov.pk। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮ 
  2. "PML-N secures maximum number of reserved seats in NA"www.pakistantoday.com.pk। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "21 PPP members elected to PA reserved seats"www.pakistantoday.com.pk। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮