সগিনা মাহাতো ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র । শ্রী জে কে কাপুর প্রযোজিত এবং তপন সিংহ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন দিলীপ কুমার এবং সায়রা বানু । চলচ্চিত্রটি ১৯৪২-৪৩ শ্রমিক আন্দোলন ও শিলিগুড়ির একটি কারখানার ট্রেড ইউনিয়ন নেতা সগিনা মাহাতোর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি।[১] এটি ৭ম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত করা হয়। দার্জিলিঙের কাছে কার্সিয়াঙে ছবিটির শুটিং হয়।[২] একই অভিনয় শিল্পী সহ তপন সিংহ এর পরিচালনায় ও একই প্রযোজক গণ ছবিটি ১৯৭৪ সালে সাগিনা নামে হিন্দি ভাষায় পুনঃনির্মাণ করেন, যদিও সেটি সফল হয়নি।[৩] চলচ্চিত্রটিতে সঙ্গীত প্রদান করেন কিংবদন্তি নেপথ্য গায়ক অনুপ ঘোষাল

সাগিনা মাহাতো
চলচ্চিত্র প্রচ্ছদ
পরিচালকতপন সিংহ
প্রযোজকজেকে কাপুর
হেমেন গঙ্গোপাধ্যায়
রচয়িতাগৌরকিশোর ঘোষ
শ্রেষ্ঠাংশেদিলীপ কুমার
সায়রা বানু
সুরকারঅনুপ ঘোষাল
সহকারী
তপন সিংহ
মুক্তি১৪ এপ্রিল ১৯৭০; ৫৪ বছর আগে (1970-04-14)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি সম্পাদনা

এটি ব্রিটিশ রাজের সময় ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের একজন চা বাগানের শ্রমিক নেতার গল্প। সগিনা মাহাতো শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করেন এবং ব্রিটিশ মনিবদের অত্যাচারের মুখোমুখি হওয়ার সাহস পান। তাঁকে সাহায্য করেন অমল নামক একজন কমিউনিস্ট যে দরিদ্র ও ছিন্নমূল জনসাধারণের কথা তুলে ধরতে সেখানে আসেন। একজন বিদেশি অমল, সগিনাকে একজন নেতায় পরিণত করেছিল এবং এইভাবে তার সামাজিক শ্রেণিবিন্যাসের বিস্তারিত, উপযোগী, কোডিফাই, আনুমানিকভাবে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছিল। ১৮ জানুয়ারি ১৯৫৮ সালে দেশ পত্রিকায় প্রকাশিত গৌরকিশোর ঘোষের গল্পটি শ্রমিকদের প্রতি অশ্লীলতা, অন্যায় ও বঞ্চনার মতন সমস্যাগুলোকে তুলে ধরে।

শিল্পী ও চরিত্র সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

১৯৭১ সালে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার (বিএফজেএ)
  • সেরা অভিনেতা: দিলীপ কুমার
  • পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল চ্যাটার্জি
  • শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা: সুনীতি মিত্র
  • সেরা সঙ্গীত: তপন সিংহ
  • সেরা পুরুষ নেপথ্য গায়কের পুরস্কার: অনুপ ঘোষাল[৪]
৮ম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • শ্রেষ্ঠ আফ্রো-এশীয় চলচ্চিত্র[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "7th Moscow International Film Festival (1971)"MIFF। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  2. "I lost a dear friend in death of Tapan Sinha: Dilip Kumar"। Newstrack। ১৫ জানু ২০০৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  3. Suresh Kohli (২৭ ডিসেম্বর ২০১২)। "Sagina (1974)"। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  4. BFJA Awards ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ডিসেম্বর ২০০৮ তারিখে
  5. "Tapan Sinha invited to inaugurate IFFI"The Indian ExpressUnited News of India। ৬ জানুয়ারি ১৯৯৪। পৃষ্ঠা 11। 

বহিঃসংযোগ সম্পাদনা