সাকফ আল-আলম

টেলিভিশন ধারাবাহিক

সাকফ আল-আলম (আরবি: سقف العالم) ২০০৭ সালের রমজান মৌসুমে প্রচারিত একটি‌ সিরিয়ার টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন কাইস আল-শেখ নাজিব। এতে পশ্চিম এবং পূর্বের মধ্যে উদ্ভূত আধুনিক ইস্যুগুলির প্রতিচ্ছবি; প্রধানত সন্ত্রাসবাদ এবং সভ্যতার সংঘাতসহ আরব ভ্রমণকারী আহমাদ ইবনে ফাদলানের গল্প শোনানো হয়েছে। ধারাবাহিকের অনুপ্রেরণা ছিল ডেনমার্কের ২০০৫ সালের জিল্যান্ডস-পোস্টেন মুহাম্মদ কার্টুন বিতর্ক। এটি পরিচালনা করেছেন নাজদাত আনজুর। সিরিয় অভিনেত্রী ডিমা কান্দালফ্ট ও এই ধারাবাহিকে অভিনয় করেছেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা