সাংগঠনিক অর্থবিজ্ঞান

সাংগঠনিক অর্থবিজ্ঞান (ইংরেজি: Structural semantics) বলতে ভাষাবিজ্ঞানের একটি শাখাকে বোঝায় যেখানে বাক্যের বিভিন্ন পদগুলির মধ্যকার আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। কীভাবে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর একাধিক এককের অর্থ মিলিত হয়ে বৃহত্তর ভাষিক এককের অর্থ গঠন করে, তাও এই শাখার আলোচ্য।