সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায়

ভারতীয় রাজনীতিবিদ

সত্যপ্রিয় ব্যানার্জি (২৫ আগস্ট ১৮৯৩ - ১৯৫৭)[১][২] ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নবাদী

প্রারম্ভিক বছর সম্পাদনা

ব্যানার্জি পড়াশোনার জন্য বার্লিনে যান, এবং ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ ল ডিগ্রী লাভ করেন। ১৯২০ সালে তিনি সমাজ সেবক সংঘ প্রতিষ্ঠা করেন।[১] ১৯২৮ সালে তিনি অল বেঙ্গল ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হন।[৩]

স্বাধীনতার সংগ্রাম সম্পাদনা

ব্যানার্জি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সুভাষ চন্দ্র বসুর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, তিনি বোসের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন (যেটিতে ব্যানার্জি সেক্রেটারি হন)।[১] ব্যানার্জি ১৯৩৭ থেকে ১৯৪৫ সালের মধ্যে বঙ্গীয় আইনসভার সদস্য এবং ১৯৪৬-১৯৪৭ সালের মধ্যে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য ছিলেন।[১] দেশভাগের সময় ব্যানার্জি ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিলে সক্রিয় ছিলেন।[৪]

ট্রেড ইউনিয়নবাদী সম্পাদনা

ব্যানার্জি বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

বউবাজার নির্বাচন সম্পাদনা

ব্যানার্জি ১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বউবাজারে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। তার প্রার্থিতা সমর্থন করে বিভিন্ন বাম দল। ব্যানার্জি কংগ্রেস প্রার্থী বিধান চন্দ্র রায়ের কাছে পরাজিত হন।[৫] রায় ১৩,৯১০ ভোট পেয়েছেন, যেখানে ব্যানার্জি ৯,৭৯৯ ভোট (৪১.৩৩%) পেয়েছেন।[৬] নির্বাচনের পরদিনই দাঙ্গা শুরু হয়।[৫]

ফরওয়ার্ড ব্লকে বিভক্ত সম্পাদনা

তিনি একই বছরে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ১৯৫৬ সাল পর্যন্ত সেই পদে বহাল ছিলেন।[৭] দলের অভ্যন্তরে ব্যানার্জী বামপন্থী প্রবণতার একজন বিশিষ্ট সদস্য ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে সহযোগিতার ইস্যুতে দলটি ছিঁড়ে যায়। কলকাতা দক্ষিণ-পূর্ব লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় দ্বন্দ্ব আরও বেড়ে যায় (বর্তমানে শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যুর পরে বলা হয়)। ব্যানার্জির গোষ্ঠী আনুষ্ঠানিক ফরওয়ার্ড ব্লক প্রার্থীর পরিবর্তে কমিউনিস্ট পার্টি সাধন গুপ্ত প্রার্থীকে সমর্থন করেছিল।[৮] অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ওয়ার্কিং কমিটি অমর বোস এবং সুহিত চৌধুরীর সাথে ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করেছিল।[৯] সেই সময় ব্যানার্জি ছিলেন দলের একমাত্র জাতীয় সংসদ সদস্য।[১০] ব্যানার্জী এবং অন্যান্য বহিষ্কৃত ব্যক্তিরা ১৯৫৪ সালের এপ্রিল মাসে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।[৭][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sud, S. P. Singh, and Ajit Singh Sud. Indian Elections and Legislators. Ludhiana: All India Publications, 1953. pp. 168-169
  2. Lok Sabha Debates, Part 2, Vol. 4, Ed. 1. Lok Sabha Secretariat., 1957. p. 69
  3. Saha, Panchanan. Dr. Bhupendranath Dutta: Revolutionary Patriot. Kolkata: Biswabiksha, 2004. p. 106
  4. Bengal: Past and Present, Vol. 119. Calcutta Historical Society., 2000. p. 167
  5. Chakrabarty, Saroj, Jawaharlal Nehru, and Bidhan Chandra Roy. With Dr. B.C. Roy and Other Chief Ministers: A Record Upto 1962. Calcutta: Benson's, 1974. p. 196
  6. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL
  7. Communist Party of India (Marxist). Election Results of West Bengal: Statistics & Analysis, 1952-1991, Vol. 1. Calcutta: The Committee, 1995. p. 650
  8. Saha, Sanghamitra. A Handbook of West Bengal, Vol. 1. Thiruvananthapuram: International School of Dravidian Linguistics, 1998. p. 153
  9. Shashi, Shyam Singh. Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. New Delhi: Anmol Publications, 1996. p. 132
  10. Weiner, Myron. Party politics in India. 1972. p. 127