শ্রেষ্ঠ মারপিট বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

শ্রেষ্ঠ মারপিট বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে মারপিট পরিচালনার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। তিনু বর্মা এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা। শ্যাম কৌশল সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন।

শ্রেষ্ঠ মারপিট বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
বিবরণচলচ্চিত্রে মারপিট পরিচালনার জন্য
অবস্থানভারত
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত১৯৯৩ (১৯৯২-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতবিক্রম দাহিয়া ও সুনীল রদ্রিগেজ (মুক্কাবাজ-এর জন্য)
ওয়েবসাইটfilmfareawards.indiatimes.com

একাধিকবার বিজয়ী সম্পাদনা

৫ বার
৩ বার
  • অ্যালান আমিন
  • তিনু বর্মা
২ বার
  • ভিকু বর্মা
  • আকবর বকশী
  • বিজয়ন মাস্টার

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ মারপিট