শ্রী স্বামীনারায়ণ মন্দির, নাইরোবি (ইএএসএস)

পূর্ব আফ্রিকা স্বামীনারায়ণ সৎসঙ্গ মন্দিরটি কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৯৪৫ সালে নির্মাণ করা হয়। ভারতীয় উপমহাদেশের বাইরে এটাই স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রথম মন্দির।[১]

শ্রী স্বামীনারায়ণ মন্দির, নাইরোবি (ইএএসএস)
ইএএসএস মন্দির, নাইরোবি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
অবস্থান
অবস্থাননাইরোবি
দেশকেনিয়া

মন্দিরের ইতিহাস সম্পাদনা

১৯৪৫ সালে বর্তমানের স্বামীনারায়ণ মন্দিরে প্রকটিত হয়।১৯৫৭ সালে আচার্য মহারাজশ্রী তেজেন্দ্রপ্রসাদ এই মন্দিরে স্বামীনারায়ণের প্রাণপ্রতিষ্ঠা করেন। [১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Raymond Brady Williams (2001). An Introduction to Swaminarayan Hinduism. Cambridge University Press. আইএসবিএন ০-৫২১-৬৫৪২২-X.p.206