শ্রীলঙ্কার জাতীয় প্রতীকসমূহ

শ্রীলঙ্কার জাতীয় প্রতীকসমূহ হল এমন প্রতীক যেগুলো শ্রীলঙ্কার ভিতর ও বিদেশে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস এবং ভূবিজ্ঞান হিসেবে দেশ ও জনগণের প্রতিনিধিত্ব করে। শ্রীলঙ্কার জাতীয় প্রতীকগুলো হল: জাতীয় সংগীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় ফুল, জাতীয় গাছ, জাতীয় পাখি, জাতীয় প্রজাপতি, জাতীয় রত্নপাথর এবং জাতীয় খেলা। সেগুলো চয়ন করা হয়েছিল এবং সময়বিশেষে সরকারিভাবে ঘোষিত হয়েছিল। এতদ্ভিন্ন অন্যান্য বেশ কিছু প্রতীক আছে যেগুলো সরকারিভাবে স্বীকৃত নয় কিংবা জাতীয় প্রতীকরূপে মান্যতা দেওয়া হয়নি, কিন্তু সেগুলো স্থানীয়ভাবে জাতীয় প্রতীক হিসেবেই পরিগণিত।[১][২]

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার জাতীয় প্রতীকসমূহের অবস্থান

শ্রীলঙ্কার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সংবিধানে ঘোষিত হয় জাতীয় পতাকা, জাতীয় সংগীত, জাতীয় দিবস এবং জাতীয় ভাষা।[৩] শ্রীলঙ্কার জাতীয় রাষ্ট্র পরিষদ ১৯৭৭ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর তারিখে এই সংবিধান ঘোষণা করেছিল। ১৯৮৭ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর তারিখে শ্রীলঙ্কার আইনসভা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুমোদন করার পর সিংহলি এবং তামিল এই দুই ভাষাকেই দেশের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল।[৪]

জাতীয় প্রতীকসমূহ সম্পাদনা

শিরোনাম প্রতীক মাধ্যম টীকা
জাতীয় সংগীত 'শ্রীলঙ্কা মাতা' শ্রীলঙ্কার জাতীয় সংগীত 'শ্রীলঙ্কা মাতা' রবীন্দ্রনাথ ঠাকুর[৫] লিখেছিলেন এবং পরবর্তীকালে ১৯৪০ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে দ্বীপ রাষ্ট্রের স্বাধীনতা লাভের পূর্বেআনন্দ সামারকুন এর গ্রন্থনা করেছিলেন। ১৯৫১ খ্রিস্টাব্দে এটা শ্রীলঙ্কার জাতীয় সংগীত হিসেবে গণ্য হয়[৬][৭] প্রথমে এই সংগীত সিংহলি ভাষায় লেখা হয়েছিল এবং পরবর্তীতে তামিল ভাষায় অনূদিত হয়।১৯৫২ খ্রিস্টাব্দে স্বাধীনতার চতুর্থ বার্ষিকীতে জাতীয় সংগীতের প্রথম প্রদর্শন সংঘটিত হয়েছিল[১]
জাতীয় পতাকা শ্রীলঙ্কার জাতীয় পতাকা   শ্রীলঙ্কার জাতীয় পতাকায় একটা সিংহ তার সামনের ডানদিকের থাবায় একটা তরবারি ধরে আছে যেটা সিংহলি জনগণ এবং প্রথম রাজা রাজকুমার বিজয়ের প্রতিনিধিত্ব করে। ঘন লাল/খয়েরি পশ্চাৎপট বৌদ্ধ ধর্মের প্রতীক। চার কোণে চারটে সোনালি-হলুদ অশ্বত্থ পাতা চার মহিমান্বিত রাজ্যের প্রতিনিধত্ব করে।পুরো প্রান্তিক পশ্চাৎপটে হলুদের ছোঁয়া হল বৌদ্ধ ভিক্ষুক সম্প্রদায়ের প্রতিনিধি। বাঁদিকের খাড়াখাড়ি সবুজ এবং জাফরানি পট্টিগুলো শ্রীলঙ্কার অগাধ প্রান্তর এবং শ্রীলঙ্কার তামিল জনগণের প্রতিনিধিত্ব করে।[৮] শ্রীলঙ্কার বর্তমান জাতীয় পতাকা ১৯৫০ খ্রিস্টাব্দে গৃহীত হয়েছে।[২]
জাতীয় প্রতীক শ্রীলঙ্কার জাতীয় প্রতীক   শাসনতান্ত্রিক প্রয়োজনীয় বিষয়সমূহ এবং সরকারি কাজের জন্যে শ্রীলঙ্কার সরকার জাতীয় প্রতীক ব্যবহার করে থাকে। ১৯৭২ খ্রিস্টাব্দে এই দেশ প্রজাতান্ত্রিক রাষ্ট্র ঘোষিত হওয়ার পর বর্তমান প্রজাতন্ত্রী প্রতীকটা গৃহীত হয়েছিল। এই প্রতীকে চক্রাকারে শাপলা ফুলের পাপড়ি শোভিত খয়েরি পটভূমিতে আছে সামনের ডানদিকের থাবায় তরবারি ধারণকারী একটা সিংহ। এছাড়া এটা একগুচ্ছ ধান, শস্যদানি (পানকলসা), ধম্মচক্র, সূর্য এবং চাঁদ দিয়ে সাজানো।[৯]
জাতীয় ভাষা সিংহলি & তামিল    শ্রীলঙ্কার জাতীয় ভাষাসমূহ হল সিংহলি ভাষা এবং তামিল[১০] শ্রীলঙ্কার সংবিধানের অধ্যায় VI (ভাষা), ধারা ১৯ মোতাবেক সিংহলি ভাষা এবং তামিল জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।[১১]
জাতীয় ফুল নীল জলের লিলি
(Nymphaea nouchali)
  ১৯৮৬ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি নীল জলের শাপলা শ্রীলঙ্কার জাতীয় ফুল হিসেবে স্বীকৃত হয়েছিল।[১২] এটা দ্বীপ রাষ্ট্রের সব জায়গাতেই দেখা যায় এবং এটা প্রধানত অগভীর জলেই বেড়ে ওঠে। এই ফুলকে সত্য, পবিত্রতা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে মনে করা হয়ে থাকে। গৌতম বুদ্ধের এই ফুলের সঙ্গে যোগ ছিল এবং শ্রীলঙ্কার সারা ইতিহাস জুড়ে এটা অনুষ্ঠানাদিতে ব্যবহার করা হোত।[১৩][১৪]
জাতীয় গাছ সিংহলি নাগেশ্বর
(Mesua ferrea)
  ১৯৮৬ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি সিংহলি নাগেশ্বরকে (naa) জাতীয় গাছ হিসেবে ঘোষণা করা হয়েছিল। শ্রীলঙ্কা অঞ্চলে সহজলভ্যতা, ব্যবহারযোগ্যতা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব, বাহারি ভঙ্গি, ব্যাপক বিতরণ, রং ও প্রকৃতি এবং সহজে আঁকা ও নকশা করার জন্যে এটাকে জাতীয় গাছ হিসেবে পছন্দ করা হয়েছিল বৌদ্ধ খেরবাদে এই গাছ মোক্ষ লাভের পক্ষে সহায়ক বিবেচিত হয়ে থাকে।[১৫] অতীতকাল থেকে বহুমুখী কাজে এই গাছ ব্যবহৃত হয়ে আসছে।[১৬]
জাতীয় পাখি শ্রীলঙ্কার বনমোরগ
(Gallus lafayetii)
  শ্রীলঙ্কার বনমোরগ হল এই দেশের জাতীয় পাখি। এই রঙিন মোরগ হল শ্রীলঙ্কার আঞ্চলিক পাখি এবং এদের সাধারণত জাতীয় উদ্যান, বনজঙ্গল এবং ঘন ঝোপঝাড়ে দেখা যায়। এটা শ্রীলঙ্কার একটা আঞ্চলিক পাখি।[১৭][১৮]
জাতীয় প্রজাপতি শ্রীলঙ্কান প্রজাপতি
(Troides darsius)
  শ্রীলঙ্কান 'পাখির ডানা' প্রজাপতি হল শ্রীলঙ্কার এক আঞ্চলিক প্রজাতি এবং এটা প্রজাপতি সংরক্ষণ অ্যাকশন প্ল্যানে যুক্ত জাতীয় প্রজাপতি হিসেবে ঘোষিত। অতিকায় এই শ্রীলঙ্কান প্রজাপতির ব্যাপক বিতরণের জন্যে এক উল্লেখযোগ্য প্রজাতির বৈশিষ্ট্য লাভ করেছে। এর চকচকে কালো ও উজ্জ্বল হলদে রং এবং একটা আকর্ষণীয় ধরন আছে।[১৯][২০]
জাতীয় রত্নপাথর নীল নীলকান্তমণি   ২০০৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে নীল নীলকান্তমণিকে শ্রীলঙ্কার জাতীয় রত্নপাথর হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই ঘোষণাকে স্মরণে রাখার জন্যে ২০০৩ খ্রিস্টাব্দের ২ অক্টোবর শ্রীলঙ্কান ৪.৫০ রুপি মূল্যের একটা ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল। নীল নীলকান্তমণির জন্যে শ্রীলঙ্কা বিখ্যাত এবং বিশেষত এর আকারের জন্যে পরিচিত।[২১]
জাতীয় খেলা ভলিবল   ১৯৯১ খ্রিস্টাব্দে ভলিবলকে সরকারিভাবে শ্রীলঙ্কার জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।[২২] এই খেলা শ্রীলঙ্কায় ১৯৬১ খ্রিস্টাব্দে চালু হয়। যাই হোক, এদেশে একটা মত প্রচলিত আছে যে, এই খেলা চালু হওয়ার আগে শ্রীলঙ্কানরা একই ধরনের একটা খেলা খেলত।[২৩] ভলিবলের আগে এলি (খেলা) দেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।[২৪]

বেসরকারি সম্পাদনা

শিরোনাম প্রতীক মাধ্যম টীকা
জাতীয় প্রাণী
শ্রীলঙ্কান হাতি
(এলিফাস ম্যাক্সিমাস ম্যাক্সিমাস)
  সরকারিভাবে শ্রীলঙ্কায় কোনো জাতীয় প্রাণী নেই। যদিও হাতি, সিংহ এবং ছাইরঙা দানবীয় কাঠবিড়ালি স্থানীয় হিসেবে বিবেচিত হয়েছিল। সিংহলিঁ জনগণের কাছে সিংহ ছিল সবচেয়ে বেশি বিখ্যাত প্রাণী, আভিজাত্যের প্রতীক। শ্রীলঙ্কান সিংহ সিংহের একটা প্রাগৈতিহাসিক উপ-প্রজাতি।[২৫]
সিংহ

(প্যান্থেরা লিও )

 
জাতীয় স্মৃতিস্তম্ভ স্বাধীনতা স্মৃতি হল   স্বাধীনতা স্মৃতি হলটি হল একটা প্রতীকী কাঠামো, যেটা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মরণে তৈরি। 'মাগুল মাদুয়া ' (উদযাপন হল) নামে এর নামকরণ করা হয়েছে, এর কাঠামোটা কান্দি রাজ্যের রাজকীয় দর্শকশ্রোতা হলের ওপর ভিত্তি করে গঠিত, যেটা ঔপনিবেশিক আধিপত্যের শেষ রাজ্য হিসেবে চিহ্নিত। এটা ইন্ডিপেন্ডেন্স কম্মেমোরেশন হল নামেও পরিচিত।[২৬][২৭]
জাতীয় পোশাক সরং / ধুতি ও শার্ট (পুরুষ)
শাড়ি (মহিলা)
  সাধারণভাবে তিনটি বড় সম্প্রদায় এবং কিছু ছোটোখাটো সম্প্রদায় আছে বলে শ্রীলঙ্কা কোনো জাতীয় পোশাকের স্বীকৃতি দেয়না। পুরুষদের সাধারণত ঐতিহ্যপূর্ণ পোশাক হল সরং / ধুতি এবং শার্ট এবং মহিলাদের ঐতিহ্যপূর্ণ পোশাক হল একটা শাড়ি। তিনটি প্রধান সম্প্রদায়ের (সিংহলি, তামিল এবং মুসলমান) তাদের আঞ্চলিক পোশাকের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে আবার তাদের অধিকাংশই আজ পশ্চিমি পোশাক-পরিচ্ছদ পরিধান করে।[২৮][২৯]
জাতীয় থালি ভাত এবং তরকারি   ভাত এবং তরকারি শ্রীলঙ্কার একটি জনপ্রিয় খাবার। থালিতে থাকে শাক এবং / অথবা মাংসের বিভিন্ন তরকারি আর সঙ্গে রান্না করা ভাত।[৩০][৩১]

আরো দেখুন সম্পাদনা

অতিরিক্ত পাঠ সম্পাদনা

তথ্যসূত্রসমূহ সম্পাদনা

  1. "The identity of Mother Lanka"Sunday Observer। ২৯ জানুয়ারি ২০১২। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  2. Wimalaratne, K D G (২০১৩)। National Symbols Of Sri Lanka। Sarasavi Publishers। আইএসবিএন 9553101194 
  3. "Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka"PressInform। Data and Information Unit of the Presidential Secretariat। ১৮ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  4. Martyn, Sabina (১৬ জানুয়ারি ২০১৩)। "In Post-Conflict Sri Lanka, Language is Essential for Reconciliation"। Asia foundation। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪ 
  5. "Celebrating Rabindranath Tagore's legacy"The Hindu। মে ১৮, ২০১১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৪ 
  6. Bandaranayake, Senake (১৯৯৬)। Ivan Peries paintings, 1938–88। Tamarind Publications। আইএসবিএন 9559458000  page 155
  7. "Man of the series: Nobel laureate Tagore"The Times Of India। এপ্রিল ৩, ২০১১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৪ 
  8. "National Symbols"। Embassy of Sri Lanka in Russia। ২০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  9. "Sri Lanka Country Information"। Sri Lankan Consulate in Los Angeles। ৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  10. "Official Languages"। Department of Official Languages। ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৪ 
  11. "Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka, Ch-V,19"Government of Sri Lanka। ১৯৭৮। ৩ ফেব্রুয়ারি ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৪ 
  12. "National symbols of Sri Lanka"Government of Sri Lanka। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  13. "National flower"। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  14. Hettiarachchi, Kumudini (৭ নভেম্বর ২০১০)। "The 'great pretender'"The Sunday Times (Sri Lanka)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  15. Epasinghe, Premasara (২১ নভেম্বর ২০১৩)। "Initial Buddhist missionary activities"Daily News (Sri Lanka)। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  16. "Notes on the Geography of Sri Lanka: Embekke"। The Great Mirror। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  17. "Country Overview"Government of Sri Lanka। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  18. "Ceylon junglefowl – National Bird of the country"The Sunday Times (Sri Lanka)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  19. Rodrigo, Malaka (মার্চ ২৮, ২০১০)। "Sri Lanka names its national butterfly"The Sunday Times (Sri Lanka)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  20. "National Butterfly"Daily News (Sri Lanka)। মার্চ ২৫, ২০১০। মার্চ ২৯, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৪HighBeam Research-এর মাধ্যমে। 
  21. "Blue Sapphire – the national gemstone"The Sunday Times (Sri Lanka)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  22. "Volleyball – The national game of Sri Lanka"। Sri Lanka Volleyball Federation। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  23. Marikar, Hafiz (১২ জুন ২০১৪)। "How volleyball came into being"Daily News (Sri Lanka)। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  24. "Volleyball, Sri Lanka's National Sport"The Island (Sri Lanka)। সেপ্টেম্বর ১০, ২০১১। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  25. "Panthera leo"। International Union for Conservation of Nature and Natural Resources। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  26. "Independence Memorial Hall"The Nation (Sri Lanka)। ২ ফেব্রুয়ারি ২০১২। ২০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  27. "Independence Square"। Colombo Guide। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  28. "National Dress"My Sri Lanka। ১১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  29. "Sri Lanka Traditional Dress"। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  30. "Sri Lanka Rice & Curry"। Go Lanka। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  31. "Discover the many flavours of Sri Lanka"। Lonely Planet। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫