শ্রীরামপুর ইউনিয়ন, পাটগ্রাম

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

শ্রীরামপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৫২.৭০.৮১।[২]

শ্রীরামপুর
ইউনিয়ন
ডাকনাম: শ্রীরামপুর ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাপাটগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনলালমনিরহাট-১
আয়তন[১]
 • মোট৩২.৬০ বর্গকিমি (১২.৫৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট২৪,৪১৩
 • জনঘনত্ব৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৮.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

পাটগ্রাম উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৮০৫৩ একর বা ৩২.৬০ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

শ্রীরামপুর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

১: খেংটি

২: ইসলামপুর

৩: ইসলামপুর

৪: ঝালাংগী

৫: শ্রীরামপুর

৬: শ্রীরামপুর

৭: আজিজপুর

৮: কিসামত নিজ্জামা

৯: রাধানাথ

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শ্রীরামপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৪৪১৩ জন[১], যারা ৫৪৪৫ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১২৪৫৯ জন এবং নারী হল ১১৯৫৪ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

শ্রীরামপুর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৮.১%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৫.৫% এবং পুরুষ শিক্ষার হার ৫০.৬%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

শ্রীরামপুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা