শৌলমারী ইউনিয়ন, জলঢাকা

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন

শৌলমারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড হল ৫৫.৭৩.৩৬.৯৪।[২]

শৌলমারী
ইউনিয়ন
ডাকনাম: শৌলমারী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাজলঢাকা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন[১]
 • মোট২৪.৫ বর্গকিমি (৯.৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২৫,১৩৪
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৫.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

তিস্তা তীরবর্তী একটি ইউনিয়ন। একসময় প্রচুর পরিমাণ মাছের আধিক্য ছিল এই অঞ্চলে। বড় বড় মাছ পাওয়া যেত, বিশেষ করে শোল, বোয়াল। শোল শব্দটি থেকে শৌলমারী শব্দটির উৎপত্তি।[তথ্যসূত্র প্রয়োজন]

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

জলঢাকা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ২৪.৫ বর্গকিলোমিটার। শৌলমারী ইউনিয়নের উত্তর পাশে ডাউয়াবাড়া ও গোলমুন্ডা ইউনিয়ন, পূর্বে তিস্তা নদী ও নদীর ওপারে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে কৈমারী ইউনিয়ন এবং পশ্চিমে কৈমারী ইউনিয়ন ও জলঢাকা পৌরসভা অবস্থিত। তিস্তা ছাড়াও বুড়ি তিস্তা ঘাঘট নদী এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

শৌলমারী ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শৌলমারী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৫১৩৪ জন[১], যার মধ্যে পুরুষ হল ১২৪৩১ জন এবং নারী হল ১২৭০৩ জন।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

শৌলমারী ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৫.৪%। তার মধ্যে নারী শিক্ষার হার ২৯.৯% এবং পুরুষ শিক্ষার হার ৪১.০%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

শৌলমারী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা