শেরবাহাদুর সিংহ

ভারতীয় রাজনীতিবিদ

শেরবাহাদুর সিংহ (মৃত্যু: ১৯ জানুয়ারী ২০২০) ভারতের উত্তর প্রদেশের একজন ছাত্র এবং উত্তর প্রদেশের প্রতিনিধি ছিলেন, যা কখনও কখনও জালালপুর লেখা হয়। [১][২]

তিনি একসময় বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন, তবে আসন্ন নির্বাচনে তাকে প্রার্থী না করার তিনি ২৫ জুলাই, ২০১১ সালে সমাজবাদী পার্টিতে যোগদান করেন।

সিং ২০২০ সালের ১৯ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান। [১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ex-UP minority panel chief embraces SP TNN"Times of India। ৩১ জুলাই ২০১১। ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১ 
  2. "BSP gets new candidate for Ambedkar Nagar"Indian Express। ১ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১ 
  3. PTI (২৫ জুলাই ২০১১)। "MLA Breaks Ranks with Mayawati, Joins SP"। OutlookIndia.com। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]