শেরপুর পৌরসভা, বগুড়া

বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌরসভা

শেরপুর পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।

শেরপুর পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাশেরপুর উপজেলা
প্রতিষ্ঠা১৮৭৬
সরকার
 • মেয়রআলহাজ্ব মোঃ জানে আলম খোকা। (')
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও সীমানা ১০.৩৯৫ বর্গ কিলোমিটার সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • ওয়ার্ডঃ ০৯ টি
  • মৌজাঃ

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

  • মোট আয়তনঃ ___ ১০.৩৯৫বর্গ কি.মি.
  • মোট জনসংখ্যাঃ ___ ৬১,১৪১ জন

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান / ইন্টারনেট সেবা প্রদান প্রতিষ্ঠান এবং আইটি ফার্ম সম্পাদনা

  • শিক্ষার হারঃ ৭৫.৯৩%%
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ ২১৩টি
  • স্নাতক মহাবিদ্যালয়ঃ ২টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি
  • মহিলা কারিগরী মহাবিদ্যালয়ঃ ১টি
  • মাদ্রাসাঃ ২ টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪৮টি
  • ইন্টারনেট সেবা প্রদান প্রতিষ্ঠানঃ ৬টি
  • আইটি ফার্মঃ ১টি (আয়াত আইটি ফার্ম লিঃ)

আয়াত আইটি ফার্ম লিঃ স্বত্তাধীকারী মোঃ সাখাওয়াত হোসেন শাকিল

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র- মোঃ জানে আলম খোকা।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা