শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো-পার্ক

পক্ষিশালা ও ইকোপার্ক
(শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক থেকে পুনর্নির্দেশিত)

শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত পক্ষিশালা ও ইকোপার্ক।[১] বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা হয়।

শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক
মানচিত্র শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্কের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্কের অবস্থান দেখাচ্ছে
অবস্থানদক্ষিণ নিশ্চিন্তাপুর, হোসনাবাদ ইউনিয়ন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
স্থানাঙ্ক২২°২৯′৩৭″ উত্তর ৯২°০৭′১৬″ পূর্ব / ২২.৪৯৩৫৩৮৪° উত্তর ৯২.১২১০৪৪° পূর্ব / 22.4935384; 92.121044
আয়তন৪.২০ হেক্টর (১০.৪ একর)
স্থাপিত৭ আগস্ট ২০১০
নামকরণশেখ রাসেল

অবস্থান ও বিবরণ সম্পাদনা

এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটের হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় অবস্থিত।

পার্কটি ৫২০ একর জায়গা জুড়ে বিস্তৃত। ২০১৩ সালের ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালের ৭ আগস্ট।[১]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা