শীতলাই রাজবাড়ি বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন-এর শীতলাই গ্রামে অবস্থিত। এটি শীতলাই জমিদারবাড়ি নামেও পরিচিত। [১]

শীতলাই রাজবাড়ি
সাধারণ তথ্য
অবস্থানশীতলাই গ্রাম, নিমাইচড়া ইউনিয়ন, চাটমোহর উপজেলা, পাবনা জেলা, বাংলাদেশ
নির্মাণকাজের আরম্ভআনুমানিক ১৭৩৪ খ্রিস্টাব্দ
স্বত্বাধিকারীজগেন্দ্রনাথ মৈত্রী

ইতিহাস সম্পাদনা

আনুমানিক ১৭৩৪ খ্রিষ্টাব্দে তৎকালীন জমিদার জগেন্দ্রনাথ মৈত্রী এই রাজবাড়িটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রাজবাড়িটি তিনটি একতলা ভবন এবং ১ টি দুতলা ভবন নিয়ে গঠিত। এই রাজবাড়িটির পাশেই ঐতিহাসিক শীতলাই দিঘি বয়ে গেছে। যা "হেমন্ত সাগর" নামেই বেশি পরিচিত। জগেন্দ্রনাথ মৈত্রী তৎকালীন হান্ডিয়াল, সিদ্দিনগর, মাঝগ্রাম, শিবরামরামপুর, সমাজ, শীতলাই, নিমাইচড়াসহ পুরো চাটমোহর উপজেলা শাসন করত। স্থানীয় লোকদের মতে, পার্শ্ববর্তী "মাঝগ্রাম" নামক গ্রামে জমিদার জগেন্দ্রনাথ মৈত্রী এর একটি সারাইখানা ছিল। যেটিতে হিসাব-নিকাশ করা হত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিতলাই জমিদার বাড়ি"www.poriborton.com। ২০১৯-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮ 
  2. "পাবনা সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮