স্বর্গদেও শিবসিংহের রাজত্বকালে তাঁর দ্বিতীয় কুয়রী বররাজার রাজদণ্ড হাতে নিয়ে সাগর সদৃশ শিবসাগর পুখুরী খননের কার্য আরম্ভ করেছিলেন৷ ১৬৫৫ শকের ১৮ জৈষ্ঠে খনন আরম্ভ হওয়া এই পুকুরের খনন সম্পূর্ণ হয়েছিল একই বছরের ৬ বহাগে৷ পুকুরটির সম্পূর্ণ আয়তন ১৯৪ পুরা ২ বিঘা ২ কাঠা ৬ লেচা৷ পুকুরটি আয়তাকার৷ গভীরতা ২০ কিউবিক৷ চাং রুং ফুকনের বুরঞ্জীমতে পুকুরটি দৈর্ঘ্যে ২৯৭ বেও এবং চওড়ায় ১৮০ বেও৷

শিবসাগর পুখুরী এবং শিবদৌল

সাথে দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা