শাবানা অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

শাবানা একজন বাংলাদেশী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। শাবানার প্রকৃত নাম রত্না। চিত্র পরিচালক এহতেশাম চকোরী চলচ্চিত্রে তার শাবানা নাম প্রদান করেন। তার পূর্ণ নাম আফরোজা সুলতানা। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে।[১] তিনি তার ৩৬ বছর কর্মজীবনে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে সর্বাধিক ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন আলমগীরের বিপরীতে।[২] শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৯ বার ও প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।

শাবানা চকোরী ছবির একটি দৃশ্যে

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক ভাষা টীকা
১৯৬২ নতুন সুর এহতেশাম বাংলা শিশু শিল্পী চরিত্রে, রত্না নামে
১৯৬৬ আবার বনবাসে রূপবান সোনাভান ইবনে মিজান বাংলা
ডাক বাবু মুস্তাফিজ বাংলা
১৯৬৭ চকোরী চকোরী এহতেশাম উর্দু প্রথম প্রধান চরিত্রে অভিনয়, শাবানা নামে
কুলি সালমা এহতেশাম উর্দু
ছোটে সাহাব মুস্তাফিজ উর্দু
১৯৬৮ চান্দ অউর চান্দনী চান্দনী এহতেশাম উর্দু
পায়েল পারু মুস্তাফিজ উর্দু
১৯৬৯ আনাড়ি মুস্তাফিজ উর্দু
দাঘ সালমা এহতেশাম উর্দু
বিজলী বিজলী মুস্তাফিজ বাংলা
১৯৭০ একই অঙ্গে এত রূপ মুস্তাফিজ বাংলা
চান্দ সুরজ সীমা শোর লখনভী উর্দু
ছদ্মবেশী কাজী মেসবাহউজ্জামান বাংলা
মধুমিলন কাজী জহির বাংলা
১৯৭২ অবুঝ মন কাজী জহির বাংলা
ওরা ১১ জন মিতা চাষী নজরুল ইসলাম বাংলা
চৌধুরী বাড়ি নাজমুল হুদা বাংলা
ছন্দ হারিয়ে গেল মুক্তা এস এম শফি বাংলা
সমাধান আশা আজিজুর রহমান বাংলা
স্বীকৃতি আজিজুর রহমান বাংলা
১৯৭৩ অতিথি আজিজুর রহমান বাংলা
ঝড়ের পাখি রুমা আনোয়ার সি বি জামান বাংলা
১৯৭৪ অবাক পৃথিবী বাংলা
কার হাসি কে হাসে আনন্দ বাংলা
চোখের জলে বাংলা
১৯৭৫ অভাগী হাফিজ উদ্দীন বাংলা
চাষীর মেয়ে কোকিলা / রানী বাবুল চৌধুরী বাংলা
বানজারান উর্দু
বাদশাহ আকবর কবির বাংলা
দুই রাজকুমার ইবনে মিজান বাংলা
সাধু শয়তান জহিরুল হক বাংলা
১৯৭৬ আগুন মোহসীন বাংলা
গড়মিল আজিজুর রহমান বাংলা
জয় পরাজয় মুস্তাফা মেহমুদ বাংলা
১৯৭৭ অমর প্রেম আজিজুর রহমান বাংলা
জননী সিরাজুল ইসলাম ভুঁইয়া বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
দোস্ত দুশমন চুমকি দেওয়ান নজরুল বাংলা
যাদুর বাঁশি নাজমা আব্দুল লতিফ বাচ্চু বাংলা
১৯৭৮ আলংকার নিলু / শিরিন শবনম নারায়ণ ঘোষ মিতা বাংলা
অঙ্গার দোলন কামাল আহমেদ বাংলা
তুফান অশোক ঘোষ বাংলা
ফকির মজনু শাহ দারাশিকো বাংলা
বধূ বিদায় ছায়া কাজী জহির বাংলা
মায়ার বাঁধন বাংলা
সোহাগ বাংলা
১৯৭৯ অনুরাগ কামাল আহমেদ বাংলা
ঘর সংসার এ জে মিন্টু বাংলা
মাটির ঘর আমেনা আজিজুর রহমান বাংলা প্রযোজক
বিজয়িনী সোনাভান ফয়েজ চৌধুরী বাংলা
১৯৮০ আলিফ লায়লা ফজলুল কবির চৌধুরী বাংলা
ছক্কা পাঞ্জা নূর হোসেন বলাই বাংলা
ছুটির ঘণ্টা আঙ্গুরি আজিজুর রহমান বাংলা
শেষ উত্তর আমিনা আজিজুর রহমান বাংলা
সখী তুমি কার আবদুল্লাহ আল মামুন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
১৯৮১ অংশীদার বাংলা
আল্লাহ মেহেরবান বাংলা
ওস্তাদ সাগরেদ বাংলা
কুদরত বাংলা
ঘরনী বাংলা
ঝুমকা বাংলা
পুত্র বধূ বাংলা
বাদল বাংলা
নবাবজাদী বাংলা
বাঁধন হারা এ জে মিন্টু বাংলা
ভাঙ্গা গড়া কামাল আহমেদ বাংলা
মহানগর পান্না আজিজুর রহমান বাংলা
রাজার রাজা বাংলা
স্বামী বাংলা
১৯৮২ আশার আলো নুরুল হক বাচ্চু বাংলা
দুই পয়সার আলতা কুসুম আমজাদ হোসেন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
নালিশ মমতাজ আলী বাংলা
রজনীগন্ধা সুধা কামাল আহমেদ বাংলা
লাল কাজল মতিন রহমান বাংলা
১৯৮৩ ঘরের বউ মালেক আফসারী বাংলা
নাজমা নাজমা রহমান সুভাষ দত্ত বাংলা প্রযোজক
লালু ভুলু কামাল আহমেদ বাংলা
১৯৮৪ নতুন পৃথিবী শান্তি শেখ নজরুল ইসলাম বাংলা
ভাত দে জরি আমজাদ হোসেন বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
মায়ের আঁচল আজিজুর রহমান বাংলা
সখিনার যুদ্ধ সখিনা আমজাদ হোসেন বাংলা
নসীব বাংলা
হিম্মতওয়ালী উর্দু
বাসেরা উর্দু
১৯৮৫ মা ও ছেলে কিরণ কামাল আহমেদ বাংলা
হালচাল পারভেজ মালিক উর্দু
১৯৮৬ শত্রু আশা প্রমোদ চক্রবর্তী হিন্দি
অশান্তি এ জে মিন্টু বাংলা প্রযোজক
চাঁপা ডাঙ্গার বউ রাজ্জাক বাংলা
নিশানা বাংলা
১৯৮৭ অপেক্ষা দিলীপ বিশ্বাস বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
রাজলক্ষ্মী শ্রীকান্ত রাজলক্ষ্মী বুলবুল আহমেদ বাংলা
সন্ধান মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলা
সারেন্ডার সীমা জহিরুল হক বাংলা
স্বামী স্ত্রী সালমা সুভাষ দত্ত বাংলা প্রযোজক
লালু মাস্তান রিনা এ জে মিন্টু বাংলা
১৯৮৯ রাঙা ভাবী রোকেয়া মতিন রহমান বাংলা প্রযোজক বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
সত্য মিথ্যা রাবেয়া এ জে মিন্টু বাংলা প্রযোজক
ভাইজান মায়া রায়হান মুজিব বাংলা
ব্যথার দান পান্না হোসেন কামাল আহমেদ বাংলা
১৯৯০ মরণের পরে সাথী আজহারুল ইসলাম খান বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
গরীবের বউ কামাল আহমেদ বাংলা প্রযোজক
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক
ভাই ভাই স্বপন সাহা বাংলা
১৯৯১ অচেনা মমতা শিবলি সাদিক বাংলা বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
টপ রংবাজ শহীদুল ইসলাম খোকন বাংলা
পিতা মাতা সন্তান রাবু এ জে মিন্টু বাংলা
স্ত্রীর পাওনা কেয়া শেখ নজরুল ইসলাম বাংলা
সান্ত্বনা বিথি কাজী মোরশেদ বাংলা
আন্ধি শাবানা নজরুল ইসলাম উর্দু
১৯৯২ অন্ধ বিশ্বাস নীলা মতিন রহমান বাংলা
ক্ষমা মালেক আফসারী বাংলা
লক্ষ্মীর সংসার লক্ষ্মী মোহাম্মদ মনোয়ার হোসেন বাংলা
১৯৯৩ অবুঝ সন্তান কামাল আহমেদ বাংলা প্রযোজক
বাংলার বধূ এ জে মিন্টু বাংলা
১৯৯৪ ঘাতক লাবনী চৌধুরী শহীদুল ইসলাম খোকন বাংলা
ঘরের শত্রু মাসুদ পারভেজ বাংলা
স্নেহ ইলা গাজী মাজহারুল আনোয়ার বাংলা
১৯৯৫ বাংলার নায়ক রোকেয়া দেওয়ান নজরুল বাংলা
কন্যাদান শাহানা দেলোয়ার জাহান ঝন্টু বাংলা
১৯৯৬ অজান্তে কাজল মির্জা দিলীপ বিশ্বাস বাংলা
দূর্জয় মালেক আফসারী বাংলা
নির্মম মমতা চৌধুরী আলমগীর বাংলা
সত্যের মৃত্যু নেই ছটকু আহমেদ বাংলা
সুখের স্বর্গ ইস্পাহানী আরিফ জাহান বাংলা
১৯৯৭ স্বামী কেন আসামী বাংলা
পালাবি কোথায় মিলি চৌধুরী শহীদুল ইসলাম খোকন বাংলা
ঘরে ঘরে যুদ্ধ আজিজুর রহমান বাংলা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র



ঢালিউড তথা বাংলাদেশের সর্বোকালের সেরা অভিনেত্রী শাবানা অভিনীত মুক্তি পাওয়া সকল চলচ্চিত্রের তালিকা


১৯৬২---(১টি) ১) নতুন সুর(শিশু শিল্পী) --- এহতেশাম --- ১৬.১১.১৯৬২

১৯৬৩---(১টি) ২-১)Talash (Urdu)(শিশু শিল্পী) --- মুস্তাফিজ --- ০৩.০৫.১৯৬৩ --- ঈদুল আযহা

১৯৬৪---(১টি) ৩-১)Paise (Urdu)(শিশু শিল্পী) --- মুস্তাফিজ --- ২৮.০৮.১৯৬৪

১৯৬৫---(২টি) ৪-১)Sagar (Urdu)(শিশু শিল্পী)--- এহতেশাম --- ১৩.০৪.১৯৬৫ --- ঈদুল আযহা ৫-২) Mala (Urdu)(শিশু শিল্পী)--- মুস্তাফিজ --- ২৬.১১.১৯৬৫

১৯৬৬---(২টি) ৬-১)আবার বনবাসে রুপবান --- ইবনে মিজান --- ০৮.০৪.১৯৬৬ ৭-২) ডাক বাবু --- মুস্তাফিজ --- ০৯.০৯.১৯৬৬ ৮-৩) Bhaiya (Urdu) --- কাজী জহির --- ১৪.১০.১৯৬৬

১৯৬৭---(৩টি) ৯-১)Chakori (Urdu)(নাদিম,পাকিস্তান) --- এহতেশাম --- ২২.০৩.১৯৬৭ --- ঈদুল আযহা [প্রধান চরিত্রে শাবানার ১ম ছবি] ১০-২) জংলী মেয়ে --- ইবনে মিজান --- ১৯.০৫.১৯৬৭ ১১-৩) Chotey Saab (Urdu) --- মুস্তাফিজ --- ০৬.১০.১৯৬৭

১৯৬৮---(৩টি) ১২-১) Chand Aur Chandni (Urdu) --- এহতেশাম --- ১৯.০৪.১৯৬৮ ১৩-২) ভাগ্যচক্র --- এম এ হামিদ --- ০৭.০৬.১৯৬৮ ১৪-৩) Kuli (Urdu) --- মুস্তাফিজ --- ২০.০৯.১৯৬৮

১৯৬৯---(৩টি) ১৫-১) Daag (Urdu) --- এহতেশাম --- ২৩.০৫.১৯৬৯ ১৬-২) Anari (Urdu) --- মুস্তাফিজ --- ২৭.০৬.১৯৬৯ ১৭-৩)মুক্তি --- ফয়েজ চৌধুরী --- ১৭.১০.১৯৬৯ ১৮-৪)Meherbaan (Urdu) --- কাজী জহির --- ০৩.১২.১৯৬৯

১৯৭০---(৬টি) ১৯-১) Payel (Urdu) --- মুস্তাফিজ --- ৩০.০১.১৯৭০ ২০-২) সমাপ্তি --- মঞ্জুর হোসেন --- ৩০.০১.১৯৭০ ২১-৩) ছদ্মবেশী --- কিউ এম জামান --- ২৯.০৫.১৯৭০ ২২-৪) বাবলু --- মুস্তাফিজ --- ১৭.০৭.১৯৭০ ২৩-৫) মধুমিলন --- কাজী জহির --- ৩১.০৭.১৯৭০ ২৪-৬)একই অঙ্গে কত রূপ --- মুস্তাফিজ --- ১৮.১২.১৯৭০

১৯৭১ সালে শাবানা অভিনীত কোন সিনেমা মুক্তি পায় নাই

১৯৭২---(৯টি) ২৫-১)সমাধান --- আজিজুর রহমান --- ১১.০২.১৯৭২ ২৬-২) Munna Aur Bizli (Urdu) --- মুস্তাফিজ --- ১৯.০৫.১৯৭২ ২৭-৩) এরাও মানুষ --- নারায়ণ ঘোষ মিতা --- ১৪.০৭.১৯৭২ ২৮-৪) ওরা ১১ জন --- চাষী নজরুল ইসলাম --- ১১.০৮.১৯৭২ ২৯-৫)চৌধুরী বাড়ী --- নজমুল হুদা মিন্টু --- ১৫.০৯.১৯৭২ ৩০-৬) ছন্দ হারিয়ে গেল --- এস এম শফি --- ২২.০৯.১৯৭২ ৩১-৭) রাঙা বউ --- দারাশিকো --- ২৯.০৯.১৯৭২ ৩২-৮) অবুঝ মন --- কাজী জহির --- ০৮.১১.১৯৭২ --- ঈদুল ফিতর ৩৩-৯) স্বীকৃতি --- আজিজুর রহমান --- ২৯.১২.১৯৭২

১৯৭৩---(৪টি) ৩৪-১) বধু মাতা কন্যা --- আলি কওসার – ২৩.০২.১৯৭৩ ৩৫-২) ঝড়ের পাখি --- সি বি জামান --- ০৯.০৩.১৯৭৩ ৩৬-৩) দস্যুরানী --- সিরাজুল ইসলাম ভুঁইয়া --- ২৮.১০.১৯৭৩ --- ঈদুল ফিতর ৩৭-৪) অতিথি --- আজিজুর রহমান --- ১৪.১২.১৯৭৩

১৯৭৪---(৯টি) ৩৮-১) আঁধারে আলো --- নূর উল আলম --- ০৮.০২.১৯৭৪ ৩৯-২)দূর থেকে কাছে --- সৈয়দ হাফিজুর রহমান --- ২২.০২.১৯৭৪ ৪০-৩) উৎসর্গ --- আকবর কবীর পিন্টু --- ১২.০৪.১৯৭৪ ৪১-৪)বিচার --- আজিজ মেহের --- ০৭.০৬.১৯৭৪ ৪২-৫) গোপাল ভাঁড় --- বজলুর রহমান --- ১৯.০৭.১৯৭৪ ৪৩-৬) ডাকু মনসুর --- ইবনে মিজান --- ২৬.০৭.১৯৭৪ ৪৪-৭)অবাক পৃথিবী --- মোস্তফা মেহমুদ --- ২৩.০৮.১৯৭৪ ৪৫-৮) ভাইবোন --- আলি কওসার --- ১৮.১০.১৯৭৪ --- ঈদুল ফিতর ৪৬-৮) মালকাবানু --- ফয়েজ চৌধুরী --- ১৫.১১.১৯৭৪ ৪৭-৯)কার হাসি কে হাসে --- আনন্দ --- ১৫.১১.১৯৭৪

১৯৭৫---(৮টি) ৪৮-১) সাধু শয়তান --- মোহাম্মদ সাইদ --- ০৪.০৪.১৯৭৫ ৪৯-২) সোনার খেলনা --- মমতাজ আলী --- ০৬.০৬.১৯৭৫ ৫০-৩)চাষীর মেয়ে --- বাবুল চৌধুরী --- ২০.০৬.১৯৭৫ ৫১-৪)দুই রাজকুমার --- ইবনে মিজান --- ২৫.০৭.১৯৭৫ ৫২-৫) বাদশা --- আকবর কবির পিন্টু --- ২৯.০৮.১৯৭৫ ৫৩-৬)আলোছায়া --- মুস্তাফিজ --- ০৭.১০.১৯৭৫ --- ঈদুল ফিতর ৫৪-৭)অনেক প্রেম অনেক জ্বালা --- নজমুল হুদা মিন্টু --- ০৭.১১.১৯৭৫ ৫৫-৮)আঁধার পেরিয়ে --- রুমী কিসলু --- ২৬.১২.১৯৭৫

১৯৭৬---(১৫টি) ৫৬-১)সন্ধিক্ষণ - মীর মোহাম্মদ হালিম - ০৬.০২.১৯৭৬ ৫৭-২) মায়ার বাঁধন - মুস্তাফিজ - ২৭.০২.১৯৭৬ ৫৮-৩) জালিয়াত - এইচ আকবর - ১৯.০৩.১৯৭৬ ৫৯-৪) জয় পরাজয় - মোস্তফা মেহমুদ - ০৯.০৪.১৯৭৬ ৬০-৫) রাজার হলো সাজা - মোহসীন - ২৩.০৪.১৯৭৬ ৬১-৬)ফেরারী - মোস্তফা আনোয়ার - ২৮.০৫.১৯৭৬ ৬২-৭)শাপমুক্তি - আজিজুর রহমান - ০২.০৭.১৯৭৬ ৬৩-৮)গরমিল - আজিজুর রহমান - ১৬.০৭.১৯৭৬ ৬৪-৯) রাজরানী - এফ এ বেনু - ০৮.১০.১৯৭৬ ৬৫-১০) সেতু - বাবুল চৌধুরী - ২৯.১০.১৯৭৬ ৬৬-১১)জীবন মরণ - আজিম - ১৯.১১.১৯৭৬ ৬৭-১২) জীবন সাথী - নুরুল হক বাচ্চু - ১৯.১১.১৯৭৬ ৬৮-১৩) আগুন - মোহসিন - ০২.১২.১৯৭৬ - ঈদুল আযহা ৬৯-১৪)অনুরোধ - দীলিপ বিশ্বাস - ২৪.১২.১৯৭৬ ৭০-১৫) মনিহার - মোস্তফা মেহমুদ - ৩১.১২.১৯৭৬

১৯৭৭---(১২টি) ৭১-১) অমর প্রেম - আজিজুর রহমান - ২৮.০১.১৯৭৭ ৭২-২) লুকোচুরি - আবুল বাশার - ২৫.০২.১৯৭৭ ৭৩-৩) সাহেব বিবি গোলাম - হুমায়ুন কবির - ২২.০৪.১৯৭৭ ৭৪-৪) অনুভব - আজিজুর রহমান - ১৩.০৫.১৯৭৭ ৭৫-৫) তালাশ (ভাষান্তর) - মুস্তাফিজ - ২০.০৫.১৯৭৭ ৭৬-৬)দোস্ত দুশমন - দেওয়ান নজরুল - ১৫.০৭.১৯৭৭ ৭৭-৭) চকোরী (ভাষান্তর) - এহতেশাম - ২৯.০৭.১৯৭৭ ৭৮-৮)দাতা হাতেম তাই - কামাল আহমেদ - ১৬.০৯.১৯৭৭ - ঈদুল ফিতর ৭৯-৯)মনের মানুষ - মোস্তফা মেহমুদ - ২২.১১.১৯৭৭ - ঈদুল আযহা ৮০-১০) জননী - সিরাজুল ইসলাম ভুঁইয়া - ১৬.১২.১৯৭৭ [১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পার্শ অভিনেত্রী ক্যাটাগরীতে যা শাবানা প্রত্যাখান করে]

১৯৭৮---(১৪টি) ৮১-১) রাজদুলারী - শফি বিক্রমপুরী - ২০.০১.১৯৭৮ ৮২-২) ছোট সাহেব (ভাষান্তর) - মোস্তাফিজ - ১০.০২.১৯৭৮ ৮৩-৩) অঙ্গার - কামাল আহমেদ - ২৪.০২.১৯৭৮ ৮৪-৪)সোহাগ - সাইফুল আজম কাশেম - ১০.০৩.১৯৭৮ ৮৫-৫) আসামী - দীলিপ বিশ্বাস - ০৭.০৪.১৯৭৮ ৮৬-৬)বধূ বিদায় - কাজী জহির - ১৯.০৫.১৯৭৮ ৮৭-৭) মধুমিতা - মোস্তফা মেহমুদ - ২৩.০৬.১৯৭৮ ৮৮-৮) কাপুরুষ - আলমগীর কুমকুম - ৩০.০৬.১৯৭৮ ৮৯-৯) নূপুর (ভাষান্তর) - মোস্তাফিজ - ২৮.০৭.১৯৭৮ ৯০-১০অলংকার - নারায়ণ ঘোষ মিতা - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ৯১-১১) শাহজাদা - ইবনে মিজান - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ৯২-১২)তুফান - অশোক ঘোষ - ১৩.১০.১৯৭৮ ৯৩-১৩) আনাড়ী (ভাষান্তর) - মুস্তাফিজ - ০৩.১১.১৯৭৮ ৯৪-১৪) ফকির মজনু শাহ - দারাশিকো - ১৫.১২.১৯৭৮

১৯৭৯---(১৮টি) ৯৫-১) অনুরাগ - কামাল আহমেদ - ০৯.০২.১৯৭৯ ৯৬-২)আয়না - মোহসীন - ২৩.০২.১৯৭৯ ৯৭-৩)কন্যাবদল - আবুল বাশার - ০২.০৩.১৯৭৯ ৯৮-৪) মাটির ঘর - আজিজুর রহমান - ২৭.০৪.১৯৭৯ ৯৯-৫)জবাব - মাসুদ পারভেজ - ০৪.০৫.১৯৭৯ ১০০-৬) চোখের মনি - মিতা - ১১.০৫.১৯৭৯ ১০১-৭)বারুদ - দেওয়ান নজরুল - ০১.০৬.১৯৭৯ ১০২-৮) ঘর সংসার - সাইফুল আজম কাশেম - ১৫.০৬.১৯৭৯ ১০৩-৯)সোনার চেয়ে দামী - আলমগীর কুমকুম - ২৯.০৬.১৯৭৯ ১০৪-১০) বন্দুক - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.০৬.১৯৭৯ ১০৫-১১) বদলা - আজিম - ১৩.০৭.১৯৭৯ ১০৬-১২) মাটির মানুষ - মুস্তফা মেহমুদ - ২০.০৭.১৯৭৯ ১০৭-১৩) অভিমান - আজিজুর রহমান - ১৪.০৯.১৯৭৯ ১০৮-১৪) বিজয়িনী সোনাভান - ফয়েজ চৌধুরী - ১৪.০৯.১৯৭৯ ১০৯-১৫) দুটি মন দুটি আশা - মনজুর হোসেন - ০৫.১০.১৯৭৯ ১১০-১৬) সাম্পানওয়ালা - আজিজুর রহমান - ১৯.১০.১৯৭৯ ১১১-১৭) ঈমান - মমতাজ আলী - ০৯.১১.১৯৭৯ ১১২-১৮) সোনার হরিণ - সিরাজুল ইসলাম সিরাজ - ০৭.১২.১৯৭৯

১৯৮০---(১৪টি) ১১৩-১) সখি তুমি কার - আব্দুল্লাহ আল মামুন - ১১.০১.১৯৮০ [১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ১১৪-২) লুটেরা - ফখরুল হাসান বৈরাগী - ০৮.০২.১৯৮০ ১১৫-৩)আমির ফকির - প্রদীপ কুমার দে - ০৭.০৩.১৯৮০ ১১৬-৪) রাজনন্দিনী - এফ কবীর চৌধুরী - ১৪.০৩.১৯৮০ ১১৭-৬) স্মৃতি তুমি বেদনা - দিলীপ সোম - ২১.০৩.১৯৮০ ১১৮-৭)শেষ উত্তর - আজিজুর রহমান বুলি - ১১.০৪.১৯৮০ ১১৯-৮) ছুটির ঘণ্টা - আজিজুর রহমান - ০২.০৫.১৯৮০ ১২০-৯) ভাই ভাই - স্বপন সাহা - ৩০.০৫.১৯৮০ ১২১-১০) ছক্কা পাঞ্জা - নূর হোসেন বলাই - ২২.০৮.১৯৮০ ১২২-১১) ওমর শরীফ - দেলোয়ার জাহান ঝন্টু - ১২.০৯.১৯৮০ ১২৩-১২)সংঘর্ষ - নাজমুল হুদা মিন্টু - ২৬.০৯.১৯৮০ ১২৪-১৩) বৌরানী - সাইফুল আজম কাসেম - ৩১.১০.১৯৮০ ১২৫-১৪) আলিফ লায়লা - এফ কবীর চৌধুরী - ২১.১১.১৯৮০

১৯৮১---(১২টি) ১২৬-১) অংশীদার - দীলিপ বিশ্বাস - ০২.০১.১৯৮১ ১২৭-২) বাদল - অশোক ঘোষ - ০৯.০১.১৯৮১ ১২৮-৩) রাজার রাজা - আলমগীর কুমকুম - ৩০.০১.১৯৮১ ১২৯-৪) পুত্রবধূ - কামাল আহমেদ - ১৩.০২.১৯৮১ ১৩০-৫)মহানগর - আজিজুর রহমান - ০২.০৮.১৯৮১ - ঈদুল ফিতর ১৩১-৬)ঘরনী - হাফিজ উদ্দিন - ২১.০৮.১৯৮১ ১৩২-৭)বাঁধনহারা - এ জে মিন্টু - ২৮.০৮.১৯৮১ ১৩৩-৮)মাটির পুতুল - আবদুস সামাদ খোকন - ০৪.০৯.১৯৮১ ১৩৪-৯) স্বামী - নুরুল আলম - ১১.০৯.১৯৮১ ১৩৫-১০)কুদরত - মমতাজ আলী - ০৯.১০.১৯৮১ - ঈদুল আযহা ১৩৬-১১)ভাঙা গড়া - কামাল আহমেদ - ০৯.১০.১৯৮১ - ঈদুল আযহা ১৩৭-১২) আল্লাহ মেহেরবান - মহসিন - ২৫.১২.১৯৮১

১৯৮২---(৯টি) ১৩৮-১) আলতাবানু - ফয়েজ চৌধুরী - ২২.০১.১৯৮২ ১৩৯-২) সানাই - সাইফুল আজম কাশেম - ১২.০২.১৯৮২ ১৪০-৩) আশার আলো - নুরুল হক বাচ্চু - ০৫.০৩.১৯৮২ ১৪১-৪) লাল কাজল - মতিন রহমান - ০৭.০৫.১৯৮২ ১৪২-৫) কেউ কারো নয় - জহিরুল হক - ০৬.০৮.১৯৮২ ১৪৩-৬)সবুজ সাথী - সুভাষ দত্ত - ১৩.০৮.১৯৮২ ১৪৪-৭) নালিশ - মমতাজ আলী - ১০.০৯.১৯৮২ ১৪৫-৮)রজনীগন্ধা - কামাল আহমেদ - ১৪.১০.১৯৮২ ১৪৬-৯) দুই পয়সার আলতা - আমজাদ হোসেন - ৩১.১২.১৯৮২ [২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার]

১৯৮৩---(১২টি) ১৪৭-১)লালু ভুলু - কামাল আহমেদ - ২৫.০২.১৯৮৩ ১৪৮-২) ঝুমুর - হাফিজ উদ্দিন - ১৫.০৪.১৯৮৩ ১৪৯-৩) বাসর ঘর - জাকারিয়া হাবিব - ২২.০৪.১৯৮৩ ১৫০-৪) মান সম্মান - এ জে মিন্টু - ১৩.০৫.১৯৮৩ ১৫১-৫)মেহমান - আজিজুর রহমান - ২২.০৭.১৯৮৩ ১৫২-৬) অপমান - দীলিপ বিশ্বাস - ০৫.০৮.১৯৮৩ ১৫৩-৭)ধনদৌলত - সাইফুল আজম কাশেম - ০২.০৯.১৯৮৩ ১৫৪-৮)ঘরের বউ - মালেক আফসারী - ০৭.১০.১৯৮৩ ১৫৫-৯)নাগরানী - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.১১.১৯৮৩ ১৫৬-১০) বানজারান - শামসুদ্দিন টগর - ১৮.১১.১৯৮৩ ১৫৭-১১)নাজমা - সুভাষ দত্ত - ২৫.১১.১৯৮৩ [৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ১৫৮-১২)সময় কথা বলে - ই আর খান মামা - ০২.১২.১৯৮৩

১৯৮৪---(১৫টি) ১৫৯-১) পরিবর্তন - শেখ নজরুল ইসলাম - ১০.০২.১৯৮৪ ১৬০-২) নতুন পৃথিবী - শেখ নজরুল ইসলাম - ০৯.০৩.১৯৮৪ ১৬১-৩) নসীব - মমতাজ আলী - ১৮.০৫.১৯৮৪ ১৬২-৪) হাসান তারেক - এম এ মালেক - ২৫.০৫.১৯৮৪ ১৬৩-৫) জালিম - এফ কবীর চৌধুরী - ০১.০৭.১৯৮৪ - ঈদুল ফিতর ১৬৪-৬) হিম্মতওয়ালী - অশোক ঘোষ - ০১.০৭.১৯৮৪ - ঈদুল ফিতর ১৬৫-৭) সালতানাৎ - মোতালেব হোসেন - ০৭.০৯.১৯৮৪ - ঈদুল আযহা ১৬৬-৮) গৃহলক্ষ্মী - কামাল আহমেদ - ০৭.০৯.১৯৮৪ - ঈদুল আযহা ১৬৭-৯) মহল - দেলোয়ার জাহান ঝন্টু - ১২.১০.১৯৮৪ ১৬৮-১০) মায়ের আঁচল - আজিজুর রহমান - ২৬.১০.১৯৮৪ ১৬৯-১১) সকাল সন্ধ্যা - সুভাষ দত্ত - ০৯.১১.১৯৮৪ ১৭০-১২)ঘরে বাইরে - নাজমুল হুদা মিন্টু - ২৩.১১.১৯৮৪ ১৭১-১৩) শক্তি - এহতেশাম - ১৪.১২.১৯৮৪ ১৭২-১৪) সখিনার যুদ্ধ - আমজাদ হোসেন - ২৮.১২.১৯৮৪ ১৭৩-১৫) ভাত দে - আমজাদ হোসেন - ২৮.১২.১৯৮৪ [৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার]

১৯৮৫---(৮টি) ১৭৪-১) নেমক হারাম - সামসুল হক সিরাজি - ১৫.০৩.১৯৮৫ ১৭৫-২)অন্যায় - এ জে মিন্টু - ১৫.০৩.১৯৮৫ ১৭৬-৩) দরদী শত্রু - শওকত জামিল - ০৫.০৪.১৯৮৫ ১৭৭-৪) অস্বীকার - দীলিপ বিশ্বাস - ২১.০৬.১৯৮৫ - ঈদুল ফিতর ১৭৮-৫)আওয়ারা - কামাল আহমেদ - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ১৭৯-৬) মা ও ছেলে - কামাল আহমেদ - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ১৮০-৭) ন্যায় বিচার - হাসমত - ২৭.০৯.১৯৮৫ ১৮১-৮) কাবিন - আলমগীর কুমকুম - ১১.১০.১৯৮৫

১৯৮৬---(৭টি) ১৮২-১) আক্রোশ - মোতালেব হোসেন - ৩১.০১.১৯৮৬ ১৮৩-২) অভাগী - হাফিজ উদ্দিন - ১৪.০২.১৯৮৬ ১৮৪-৩) শিরি ফরহাদ - আবদুস সামাদ - ২৮.০২.১৯৮৬ ১৮৫-৪) নিশানা - অশোক ঘোষ - ০৭.০৩.১৯৮৬ ১৮৬-৫) উসিলা - মমতাজ আলী - ১৪.০৩.১৯৮৬ ১৮৭-৬)অশান্তি - এ জে মিন্টু - ১৪.০৩.১৯৮৬ ১৮৮-৭)চাঁপা ডাঙ্গার বউ - রাজ্জাক - ১০.০৬.১৯৮৬ - ঈদুল ফিতর

১৯৮৭---(১০টি) ১৮৯-১) দেশ বিদেশ - আজিজুর রহমান বুলি - ০২.০১.১৯৮৭ ১৯০-২) রাজলক্ষ্মী শ্রীকান্ত - বুলবুল আহমেদ - ১৩.০২.১৯৮৭ ১৯১-৩) দিদার - শেখ নজরুল ইসলাম - ১৩.০৩.১৯৮৭ ১৯২-৪)সারেন্ডার - জহিরুল হক - ১৭.০৪.১৯৮৭ ১৯৩-৫) লালু মাস্তান - এ জে মিন্টু - ২৯.০৫.১৯৮৭ - ঈদুল ফিতর ১৯৪-৬) শশীপুন্নু - দেলোয়ার জাহান ঝন্টু - ০৩.০৭.১৯৮৭ ১৯৫-৭) স্বামী স্ত্রী - সুভাষ দত্ত - ০৬.০৮.১৯৮৭ - ঈদুল আযহা ১৯৬-৮) সন্ধান - মোহাম্মদ শাহাবউদ্দিন - ১১.০৯.১৯৮৭ ১৯৭-৯)অপেক্ষা - দীলিপ বিশ্বাস - ১১.০৯.১৯৮৭ [৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ১৯৮-১০) মহান - আলমগীর কুমকুম - ২৩.১০.১৯৮৭

১৯৮৮---(৯টি) ১৯৯-১) মিয়া বিবি - এম ইয়াসিন - ২২.০১.১৯৮৮ ২০০-২) বিশ্বাসঘাতক - এ জে মিন্টু - ১৮.০৫.১৯৮৮ - ঈদুল ফিতর ২০১-৩) অমর - দেলোয়ার জাহান ঝন্টু - ১৮.০৫.১৯৮৮ - ঈদুল ফিতর ২০২-৪) অবদান - হাফিজ উদ্দিন - ০৩.০৬.১৯৮৮ ২০৩-৫) অগ্নিকন্যা - কামাল আহমেদ - ১৪.১০.১৯৮৮ ২০৪-৬) বিরোধ/শত্রু - প্রমোদ চক্রবর্তী ও তমিজ উদ্দিন - ০৪.১১.১৯৮৮ ২০৫-৭) স্বাক্ষর - মোহাম্মদ আলী (নান্টু) - ০৪.১১.১৯৮৮ ২০৬-৮) কোহিনূর - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.১১.১৯৮৮ ২০৭-৯)বউ শ্বাশুড়ী - শেখ নজরুল ইসলাম - ৩০.১২.১৯৮৮

১৯৮৯---(৮টি) ২০৮-১)বিধাতা - শেখ নজরুল ইসলাম - ২০.০১.১৯৮৯ ২০৯-২) গুনাহ - জিয়া উদ্দিন আসলাম - ০৩.০৩.১৯৮৯ ২১০-৩) সত্য মিথ্যা - এ জে মিন্টু - ০৩.০৩.১৯৮৯ ২১১-৪) ব্যথার দান - কামাল আহমেদ - ৩১.০৩.১৯৮৯ ২১২-৫) রাঙা ভাবী - মতিন রহমান - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর [৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ২১৩-৬)বিজয় - জহিরুল হক - ৩০.০৬.১৯৮৯ ২১৪-৭) ভাইজান - রায়হান মুজিব - ১৪.০৭.১৯৮৯ - ঈদুল আযহা ২১৫-৮) বিজলী - মোস্তাফিজ - ১৫.১২.১৯৮৯

১৯৯০---(৬টি) ২১৬-১) ঘর ভাঙা সংসার - আজিজুর রহমান - ১৬.০৩.১৯৯০ ২১৭-২) প্রায়শ্চিত্ত - কামাল আহমেদ - ২৭.০৪.১৯৯০ - ঈদুল ফিতর ২১৮-৩) মরণের পরে - আজহারুল ইসলাম খান - ২৭.০৪.১৯৯০ - ঈদুল ফিতর [৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ২১৯-৪) গরিবের বউ - কামাল আহমেদ - ০১.০৬.১৯৯০ [৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (প্রযোজক হিসেবে ১ম)] ২২০-৫) স্বাধীন - গাজী মাজহারুল আনোয়ার - ০৪.০৭.১৯৯০ - ঈদুল আযহা ২২১-৬) মায়ের দোয়া - আলমগীর কুমকুম - ১২.১০.১৯৯০

১৯৯১---(১১টি) ২২২-১) অকৃতজ্ঞ - শাহাদাত খান - ০৪.০১.১৯৯১ ২২৩-২) স্ত্রীর স্বপ্ন - দেলোয়ার জাহান ঝন্টু - ১৫.০২.১৯৯১ ২২৪-৩) পিতা মাতা সন্তান - এ জে মিন্টু - ১৭.০৪.১৯৯১ - ঈদুল ফিতর ২২৫-৪) স্বামীর আদেশ - সাইফুল আজম কাশেম - ২৪.০৬.১৯৯১ - ঈদুল আযহা ২২৬-৫) কাজের বেটি রহিমা - রায়হান মুজিব - ২৪.০৬.১৯৯১ - ঈদুল আযহা ২২৭-৬) অচেনা - শিবলি সাদিক - ২৭.০৯.১৯৯১ [৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার] ২২৮-৭) ভাবীর সংসার - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.১০.১৯৯১ ২২৯-৮) স্ত্রীর পাওনা - শেখ নজরুল ইসলাম - ০১.১১.১৯৯১ ২৩০-৯) স্বপ্ন - ফখরুল হাসান বৈরাগী - ২২.১১.১৯৯১ ২৩১-১০) টপ রংবাজ - শহীদুল ইসলাম খোকন - ০৬.১২.১৯৯১ ২৩২-১১) সান্ত্বনা - কাজী মোর্শেদ - ২০.১২.১৯৯১

১৯৯২---(১০টি) ২৩৩-১) লক্ষীর সংসার - মনোয়ার খোকন - ০৩.০১.১৯৯২ ২৩৪-২) বিদায় - সিদ্দিক জামাল নান্টু - ১০.০১.১৯৯২ ২৩৫-৩) দরবার এ খাজা - হাফিজ উদ্দিন - ১৭.০১.১৯৯২ ২৩৬-৪) অন্ধ বিশ্বাস - মতিন রহমান - ৩১.০১.১৯৯২ ২৩৭-৫) ক্ষমা - মালেক আফসারী - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ২৩৮-৬)সমর - গাজী মাজহারুল আনোয়ার - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ২৩৯-৭) ঘরের সুখ - নুরুল হক বাচ্চু - ১৫.০৫.১৯৯২ ২৪০-৮) বন্ধন - বেলাল আহমেদ - ১২.০৬.১৯৯২ - ঈদুল আযহা ২৪১-৯) শ্রদ্ধা - গাজী মাজহারুল আনোয়ার - ১২.০৬.১৯৯২ - ঈদুল আযহা ২৪২-১০) চোখের পানি - মাসুদ পারভেজ - ০৪.১২.১৯৯২

১৯৯৩---(৭টি) ২৪৩-১) শত্রু ভয়ঙ্কর - শহীদুল ইসলাম খোকন - ০১.০১.১৯৯৩ ২৪৪-২) মাস্তান রাজা - দেওয়ান নজরুল - ০১.০১.১৯৯৩ ২৪৫-৩) অবুঝ সন্তান - কামাল আহমেদ - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর ২৪৬-৪) হিংসা - মোতালেব হোসেন - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর ২৪৭-৫) ননদ ভাবী - জামশেদুল রহমান - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ২৪৮-৬) রক্ত নিশান - সিদ্দিক জামাল নান্টু - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ২৪৯-৭) বাংলার বধূ - এ জে মিন্টু - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা

১৯৯৪---(১০টি) ২৫০-১) ঝড় তুফান - নুরুল হক বাচ্চু - ০৭.০১.১৯৯৪ ২৫১-২) জজ ব্যারিস্টার - দেলোয়ার জাহান ঝন্টু - ১৪.০৩.১৯৯৪ - ঈদুল ফিতর ২৫২-৩) কালিয়া - দেওয়ান নজরুল - ১৪.০৩.১৯৯৪ - ঈদুল ফিতর ২৫৩-৪) ঘরের শত্রু - মাসুদ পারভেজ - ০১.০৪.১৯৯৪ ২৫৪-৫) দুঃসাহস - শহীদুল ইসলাম খোকন - ২২.০৫.১৯৯৪ - ঈদুল আযহা ২৫৫-৬) শাসন - মোতালেব হোসেন - ০২.০৯.১৯৯৪ ২৫৬-৭)স্নেহ - গাজী মাজহারুল আনোয়ার - ১৬.০৯.১৯৯৪ ২৫৭-৮)ঘাতক - শহীদুল ইসলাম খোকন - ১৬.০৯.১৯৯৪ ২৫৮-৯)সবার উপরে মা - ফারুক হোসেন - ০৭.১০.১৯৯৪ ২৫৯-১০) বিদ্রোহী বধূ - ইস্পাহানি আরিফ জাহান - ২১.১০.১৯৯৪

১৯৯৫---(৭টি) ২৬০-১) চাকরানী - দেলোয়ার জাহান ঝন্টু - ০৬.০১.১৯৯৫ ২৬১-২) কন্যাদান - দেলোয়ার জাহান ঝন্টু - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর ২৬২-৩)বাংলার নায়ক - দেওয়ান নজরুল - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর ২৬৩-৪) ঘর দুয়ার - আবুল বাশার - ২১.০৪.১৯৯৫ ২৬৪-৫) সংসারের সুখ দুঃখ - মনোয়ার খোকন - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ২৬৫-৬)রাগ অনুরাগ - দেলোয়ার জাহান ঝন্টু - ০৪.০৮.১৯৯৫ ২৬৬-৭) গৃহবধূ - সাইফুল আজম কাশেম - ০১.০৯.১৯৯৫

১৯৯৬---(১৭টি) ২৬৭-১) গৃহযুদ্ধ - শহীদুল ইসলাম খোকন - ০৫.০১.১৯৯৬ ২৬৮-২) ঘাত প্রতিঘাত - মনোয়ার খোকন - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর ২৬৯-৩) তপস্যা - গাজী মাজহারুল আনোয়ার - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৭০-৪) বিদ্রোহী কন্যা - সোহানুর রহমান সোহান - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৭১-৫) বিশ্বনেত্রী - বাদল খন্দকার - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৭২-৬) স্ত্রী হত্যা - মোতালেব হোসেন - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৭৩-৭) বাংলার মা - মোস্তফা আনোয়ার - ০৫.০৭.১৯৯৬ ২৭৪-৮) অজান্তে - দীলিপ বিশ্বাস - ০২.০৮.১৯৯৬ ২৭৫-৯)গরিবের সংসার - দেলোয়ার জাহান ঝন্টু - ২৩.০৮.১৯৯৬ ২৭৬-১০) সুখের স্বর্গ - ইস্পাহানি আরিফ জাহান - ৩০.০৮.১৯৯৬ ২৭৭-১১) আখেরি মোকাবেলা - রায়হান মুজিব - ০৬.০৯.১৯৯৬ ২৭৮-১২) সত্যের মৃত্যু নেই - ছটকু আহমেদ - ১৩.০৯.১৯৯৬ ২৭৯-১৩)গরিবের ওস্তাদ - জিল্লুর রহমান - ০৪.১০.১৯৯৬ ২৮০-১৪) মর্যাদার লড়াই - এ জে রানা - ০৪.১০.১৯৯৬ ২৮১-১৫) নির্মম - আলমগীর - ০৮.১১.১৯৯৬ ২৮২-১৬) নিষ্ঠুর - ইফতেখার জাহান - ২২.১১.১৯৯৬ ২৮৩-১৭) দুর্জয় - মালেক আফসারী - ০৬.১২.১৯৯৬

১৯৯৭---(৯টি) ২৮৪-১) স্বামী কেন আসামী - মনোয়ার খোকন - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ২৮৫-২)শান্তি চাই - সোহানুর রহমান সোহান - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ২৮৬-৩) পালাবি কোথায় - শহীদুল ইসলাম খোকন - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ২৮৭-৪) মৃত্যুর সাথে পাঞ্জা - মারুফ হোসেন - ০৭.০৩.১৯৯৭ ২৮৮-৫) বিশ বছর পর - দেলোয়ার জাহান ঝন্টু - ১৪.০৩.১৯৯৭ ২৮৯-৬)নীল সাগরের তীরে - দেলোয়ার জাহান ঝন্টু - ২৮.০৩.১৯৯৭ ২৯০-৭)স্নেহের বাঁধন - মতিন রহমান - ০৬.০৬.১৯৯৭ ২৯১-৮)চিরশত্রু - রায়হান মুজিব - ২০.০৬.১৯৯৭ ২৯২-৯)নরপিশাচ - শহীদুল ইসলাম খোকন - ৩১.১০.১৯৯৭

১৯৯৮---(৭টি) ২৯৩-১) মেয়েরাও মানুষ - মনোয়ার খোকন - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ২৯৪-২) ভালবাসার ঘর - মোতালেব হোসেন - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ২৯৫-৩) অগ্নিস্বাক্ষী - সোহানুর রহমান সোহান - ০৮.০৪.১৯৯৮ - ঈদুল আযহা ২৯৬-৪) মিথ্যার মৃত্যু - ছটকু আহমমেদ - ০৮.০৫.১৯৯৮ ২৯৭-৫) মা যখন বিচারক - সোহানুর রহমান সোহান - ২১.০৮.১৯৯৮ ২৯৮-৬)দুই রংবাজ - ইলতুৎমিস - ১৮.০৯.১৯৯৮ ২৯৯-৭) পরাধীন - গাজী মাজহারুল আনোয়ার - ২৩.১০.১৯৯৮

১৯৯৯---(৪টি) ৩০০-১)জিদ্দি - মনোয়ার খোকন - ১৯.০১.১৯৯৯ - ঈদুল ফিতর ৩০১-২) একটি সংসারের গল্প - মনোয়ার খোকন - ১২.০২.১৯৯৯ ৩০২-৩)লাট সাহেব - হাফিজ উদ্দিন - ১৮.০৬.১৯৯৯ ৩০৩-৪) জবাবদিহি - তমিজ উদ্দিন রিজভী - ০২.০৭.১৯৯৯

২০০০ সালে শাবানা অভিনীত কোন সিনেমা মুক্তি পায় নাই।

২০০১---(১টি) ৩০৪-১) ঘরে ঘরে যুদ্ধ - আজিজুর রহমান - ০৯.০২.২০০১

২০০২-০৫ সাল পর্যন্ত শাবানা অভিনীত কোন সিনেমা মুক্তি পায় নাই।

২০০৬---(১টি) ৩০৫-১) বিসর্জন - কামাল আহমেদ - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা

শাবানা অভিনীত ৩০৫টি সিনেমার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি?

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দেশে ফিরছেন শাবানা"দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি, ২০১১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. কাদের, মনজুর (২৭ জুন ২০১৭)। "শাবানার সাক্ষাৎকার - 'ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি'"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা